Technology

9 months ago

Asus ROG Phone 8: মাত্র দু’দিন পরই সকলের হাতে থাকবে Asus-র এই ফোন ,জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Asus ROG Phone 8
Asus ROG Phone 8

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর একাধিক সংস্থা তাদের নতুন ফোনও ভারতে লঞ্চ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ফোন লঞ্চ হয়েছে। তালিকায় রয়েছে আরও অনেক মডেল। আসুস সংস্থা জানিয়েছে ভারতের বাজারে তারা লঞ্চ করবে Asus ROG Phone 8 সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মধ্যে বেস মডেল Asus ROG Phone 8 এবং প্রো মডেল Asus ROG Phone 8 প্রো লঞ্চ রয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগে আসুসের এই দুই গেমিং ফোনের সম্ভাব্য ডিজাইন এবং বেশ কিছু স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। সেখানেই তারিখ জানানো হয়েছে। Asus ROG Phone 8 গেমিং স্মার্টফোনটি 9 জানুয়ারি ভারতে লঞ্চ হবে। কোম্পানির মতে, ব্যবহারকারীরা আসুসের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 9 জানুয়ারি ভারতীয় সময় বিকেল 4:30-এ এই স্মার্টফোনের লঞ্চ দেখতে পারবেন। ASUS India তার পোস্টে একটি লিঙ্কও শেয়ার করেছে, যাতে আপনি ফোনের লঞ্চের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।

Asus ROG Phone 8 ফিচার ও স্পেসিফিকেশন:

ফাঁস হওয়া রিপোর্ট অনুসারে, এই ফোনে একটি 6.78 ইঞ্চি AMOLED স্ক্রিন থাকতে পারে, যাতে ফুল HD রেজোলিউশন সাপোর্ট করবে। এর বাইরে, ফোনটির রিফ্রেশ রেট 165Hz। ফোনটিতে Corning Gorilla Glass Victus 2 সুরক্ষা দেওয়া হতে পারে। এছাড়াও, ফোনটিতে HDR10 সাপোর্ট এবং ডিসপ্লের জন্য কিছু অন্যান্য সার্টিফিকেশন রয়েছে বলেও জানা গিয়েছে।

প্রসেসর এবং র‌্যাম:

একটি গেমিং ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর প্রসেসর এবং র‌্যাম। রিপোর্ট অনুযায়ী, Asus-এর এই গেমিং স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 23 চিপসেট থাকবে। এটি Qualcomm-এর নতুন এবং সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন চিপসেট। এই চিপসেটের সঙ্গে কোম্পানি এই ফোনে 12GB বা 16GB RAM এবং 512GB বা 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দিতে পারে।

অসাধারণ ক্যামেরা সেটআপ:

Asus ফোনটিতে 5,500mAh ব্যাটারি দিয়েছে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের পিছনে একটি 50MP Sony IMX890 সেন্সর থাকতে পারে, যা 13MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 32MP টেলিফটো লেন্সের সঙ্গে যুক্ত থাকবে। এই ফোনটিতে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।


You might also like!