Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Offbeat and viral

2 years ago

Off Beat News: যে সাপ কামড়েছে,তাকে সঙ্গে নিয়েই বৃদ্ধা ছুটলেন হাসপাতাল!

Snake (File Picture)
Snake (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমন ঘটনা খুবই কম ঘটে। সাপে কামড়ালে মানুষ ভয়েই আধমরা হয়ে যায়। কিন্তু কিছু মানুষ থাকে যারা আকুতভয়। এমনি এক বৃদ্ধের কান্ড দেখে বিস্মিত হসপিটালের চিকিৎসকেরা। ঘটনা সূত্রে জানা যায়, সাপের ছোবল খেয়ে সাপ ধরে সটান হাসপাতালে বৃদ্ধা। হতচকিত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা। এদিকে বেকায়দায় ধরায় অসুস্থ হয়ে পড়ে সাপটিও। অপর দিকে রোগীর শরীরে সর্পদংশনের চিহ্ন দেখতে না পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। এলাকায় সাপ উদ্ধার, বন্য প্রাণী সংরক্ষণে তাঁর বেশ নাম রয়েছে। খবর পেয়ে তিনি মাঝরাতে হাসপাতালে ছুটে যান। সাপটি দেখে তিনি কয়েকবার ওই বৃদ্ধার দিকে তাকান। তারপর বলেন,এটি ভারতের অন্যতম বিষধর সাপ। 
'কৃষ্ণ কালাজ।'
সাপ বিশেষজ্ঞ বিশ্বজিৎ বাবু পুরো ঘটনাটা চিকিৎসকদের বুঝিয়ে বলেন। তিনি বলেন,এই সাপ প্রবল বিষধর হলেই এই দাঁত এতই ক্ষুদ্র যে কামড়ানোর কিছুক্ষনের মধ্যেই সেই ক্ষতস্থান শুকিয়ে যায়। তিনি আরো বলেন,এই সাপের কামড়ে বিষের প্রতিক্রিয়া বেশ কিছু সময় পরে শুরু হয়।  তাই এই রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি জাগিয়েও রাখতে হবে। চিকিৎসক-সহ নার্সিং কর্মীদেরও এ কথা বলেন তিনি। যদিও ততক্ষণে শুরু হয়ে গিয়েছে বৃদ্ধার প্রাথমিক চিকিৎসা। তবে হাসপাতালে সঠিক সময় চিকিৎসা শুরু হওয়ায় বিপদমুক্ত হন বৃদ্ধা। চিন্তা কেটেছে তাঁর পরিবারের সদস্যদের মন থেকেও। পাশাপাশি চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে সাপটিও। চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষনে রাখার পর উদ্ধার হওয়া কৃষ্ণ কালাজ সাপটিকে উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

You might also like!