Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Life Style News

11 months ago

Ways of Handling Books: পাতা ছিঁড়ে যাচ্ছে অধিকাংশ পুরনো বইয়ের? তা কেমন করে যত্ন নেবেন সেগুলোর?

Handling of books in proper and beautiful way
Handling of books in proper and beautiful way

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বইয়ের সেল্ফ থেকে প্রায় রোজই বই নামিয়ে পড়ছেন আর তুলে রাখার সময়ে তাড়াহুড়ো করে যেখানে সেখানে আবার গুঁজে দিচ্ছেন। ফলে বইগুলিও অগোছালো হয়ে যাচ্ছেই! বইয়ের যত্ন নিলেই তো হবে না, খেয়াল রাখতে হবে বইয়ের সেল্ফেরও। সবসময়ে আলমারি দিয়ে ঢাকা জায়গায় বই রাখার চেষ্টা করতে হবে। বইয়ের সেল্ফ যদি খোলামেলা হয় তা হলে প্রতি সপ্তাহে ধুলো ঝেড়ে নেওয়া ভালো।   

বই আমাদের অবসর সময়ের প্রিয় বন্ধু। তবে এখনকার সময়ে আমরা যেখানে থাকছি সেখানের আয়তন যত কমছে, বই রাখার সমস্যা তত বাড়ছে। কিন্তু সবসময় তো বাড়ির আয়তন মাথায় রেখে বই কেনায় আলমারী কিংবা উৎসাহ তো দমানো যায় না, তাই অত ঘেঁষাঘেঁষি করে যত্রত্ত্র বই না রেখে বরং কাচ দিয়ে ঢাকা বইয়ের আলমারি বা তাক বানিয়ে করে নেওয়া ভালো। সেই আলমারিটার তাক নিয়ম করে পরিষ্কারও করতে হবে সময়মতো। বই এবং বইয়ের তাক দীর্ঘ সময় পরিষ্কার না করলে পোকামাকড়ের উপদ্রব হয়। সবসময় খেয়াল রাখবেন, পিঁপড়ে, মাকড়শার মতো পোকার উপদ্রব হচ্ছে কিনা?  তাহলে বইয়ের তাকে নিমপাতা কিংবা কর্পুর রেখে দিন। দেখবেন, পোকামাকড়ের উৎপাত অনেকটা কমে যাবে। 

 বইয়ের তাক বা আলমারি গুছিয়ে রাখারও নিয়ম আছে। অনেকেই বইয়ের তাকে বিভিন্ন আকারের বই একসঙ্গে রাখেন। এতে তাক আরো অগোছালো হয়ে যায়। সেটার বদলে সমান সমান মাপের যদি বইগুলি একসঙ্গে রাখেন তাতে বই যেমন ভাল থাকবে তেমন তাকও দৃষ্টিনন্দিত হবে।  

অধিকাংশ খুব পুরনো বইয়ের ভিতরের পাতা বা মলাট ছিঁড়ে যায়। সেই ক্ষেত্রে সেসব বই বাঁধিয়ে নেওয়া ভাল। তাহলে বেশ দীর্ঘ সময় ধরে বই ভাল থাকবে আর ভিতরে ধুলোময়লাও ঢুকবে না। প্রতিমাসে দুবার অন্তত আলমারি কিংবা বইয়ের তাক থেকে বই নামিয়ে নরম কাপড় দিয়ে ধুলো মুছে রোদে দিয়ে দিন তবে চড়া রোদে বই রাখবেন না। ঘরে বইগুলি যেখানে থাকে খেয়াল রাখবেন সেখানে যেন সারাক্ষণ রোদ না আসে। রোদে দেওয়ার সময় মেঝেতে না দিয়ে কাপড়, মাদুর অথবা শতরঞ্চি পেতে তার উপর বইগুলি রাখবেন। আর কোনো এক বইয়ে যদি উই ধরে যায়, তবে সেই বইটি অন্য বইয়ের সঙ্গে রাখবেন না তাহলে বাকি বইগুলিতেও উই ধরে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে!  

বই সবসময় পরিষ্কার হাতে ধরতে হবে। অনেকেরই খেতে খেতে বই পড়ার অভ্যাস আছে তখন দেখবেন বইয়ের পাতা কিংবা মলাটে যেন দাগ না লাগে কারণ সেই দাগ কখনওই মোছে না। তাই হাত পরিষ্কার করে তবেই বইয়ের পাতা উল্টান!  

বই পড়া মাঝখানে থামাতে হলে কখনোই পাতা মুড়বেন না। অনেকে বইয়ের ভিতরে পেন রেখে দেন, এতে কিন্তু বইয়ের পাতা বাঁধন থেকে আলগা হয়ে যায়। তাই বুকমার্ক রাখার অভ্যাস করা ভাল। বইয়ের পাতা ওল্টানোর সময়ে অনেকে আঙুলে থুথু লাগিয়ে পাতা ওল্টান। এটা যেমন নিন্দনীয় বদভ্যাস, তেমনই মারাত্মক ক্ষতিকর বইয়ের আয়ুর ক্ষেত্রে। পাতা উল্টানোর প্রয়োজন হলে ভেজা স্পঞ্জে আঙুল ভিজিয়ে ব্যবহার করা ভাল। আলমারি বা তাকে বই রাখার সময় খেয়াল রাখুন দু’টি বইয়ের মধ্যে যেন একটু হলেও ফাঁক থাকে বায়ূ চলাচলের জন্য। একদম লম্বা করে বই সাজিয়ে রাখুন। হালকা বইগুলো সবসময় তাকের উপরে রাখবেন। 

You might also like!