Life Style News

4 months ago

Home Decoration Tips: ফুলদানি আনতে পারে ঘরের সৌন্দর্য! জানেন ঘরের কোথায় কোন ফুলদানি রাখবেন?

Flower Vase
Flower Vase

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অনেক সময় সুন্দর করে ঘর সাজিয়েও মনের মত হয় না। নতুন করে ঝাঁ চকচকে করে সাজালেও কোথাও যেন খামতি থেকে যায় মনে হয়। কিছুতেই কিছু হয়না। তবে এই সমস্যা ফুলদানির মাধ্যমে এক তুরিতে সমাধান হতে পারে। ঘরের এমন কিছু জায়গা রয়েছে, যেখানে ফুলদানি রাখলেই ঘরের সৌন্দর্য বাড়ে। 


বাড়ির মূল দরজা তথা প্রবেশপথের পাশে মাঝারি থেকে একটু বড় মাপের মাটির ফুলদানিতে রাখতে পারেন লম্বা ডাঁটির ফুল। উজ্জ্বল রঙের ফুলই ভাল মানাবে। পোর্সেলিনের ফুলদানিও রাখতে পারেন দরজার পাশে। ঝুলন্ত ফুলদানিও পাওয়া যায়। দরজার পাশে ঝুলিয়ে তাতে টাটকা ফুল রাখতে পারেন। গোলাপ, লিলি ফুল রাখলে বেশ ভাল লাগবে।
শোয়ার ঘরে ওয়ার্ড্রোব বা জানালার পাশে ফুলদানি বেশ লাগবে। এখন বিভিন্ন আকারের ফুলদানি পাওয়া যায়। শোয়ার ঘরে একগাদা ফুল ভাল লাগবে না। সরু লম্বা বা ‘ইউ’ আকৃতির ফুলদানিতে একটি বা দুটি লম্বা ডাঁটির ফুল রাখুন। সাবেকিয়ানা এবং আভিজাত্যের অন্যতম উদাহরণ হল পিতল, কাঁসা কিংবা তামার ফুলদানি। 
খাবার জায়গায় টেবিলের উপর ছোট, ঈষৎ গোলাকার ফুলদানিতে রঙিন ফুল রাখলেই বেশি ভাল লাগবে। এখন বিভিন্ন জ্যামিতিক নকশার ফুলদানি পাওয়া যায়। তেমনও রাখতে পারেন খাওয়ার টেবিলে। ঘর সাজাতে সাহেবিয়ানা যাঁদের পছন্দ তাঁরা ঘরে রাখতে পারেন কাচের ফুলদানি। কাচের বাল্ব, টেস্ট টিউব, নল নানা আকারের ফুলদানি রাখা যেতে পারে।
বাথরুমে সাদা ফুল রাখলেই ভাল। ঘরের অনেক বাতিল জিনিস দিয়েও ফুলদানি বানানো যায়। কাচের গ্লাসে জল ভরে তাতে ফুল রাখতে পারেন। বাথরুমের তাকে কয়েকটি কাচের গ্লাস রেখে তাতে ফুল সাজিয়ে রাখা যেতে পারে।

You might also like!