4 months ago
Life style news: দামের নিরিখে সোনাকেও হার মানাবে এই কাঠ! জানেন সবথেকে দামি কাঠ কোনটি?
Most Expensive Wood
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিশ্বে সবথেকে মূল্যবানের ঘোরদৌড়ে সোনা বা হীরেকেও হার মানাতে পারে এক কাঠ। দামের দিক দিয়ে শুধু এগিয়ে রয়েছে তা নয়, সেই সঙ্গে এই কাঠ থেকে প্রাপ্ত দ্রব্যেও মানুষের নানা কাজে লাগে। বিশ্বে এই কাঠটি খুব দুর্লভ। প্রাচীন কালে বিভিন্ন ধরণের সুগন্ধি তৈরীতে প্রাকৃতিক দ্রব্য ব্যাবহৃত হত। বিভিন্ন ধরণের গাছ বা লতাপাতা থেকে অভিজাত সুগন্ধি তৈরি হতো। অনেকেই জানেন যে, চন্দন গাছ অনেকটাই দামি, যা সুগন্ধি তৈরির কাজে লাগে। তবে এই গাছের থেকেও দামি কাঠ রয়েছে এই পৃথিবীতে।
কোথায় পাওয়া যায় বিশ্বের সবথেকে দামি কাঠ?
এই কাঠের নাম হল আগরকাঠ। এই কাঠ থেকে বিভিন্ন আতর ও ধুপ তৈরি করা হয়ে থাকে। আগরবাতি ধুপের নাম এসেছে আগর কাঠ থেকে। তবে বতর্মানে আগরবাতি তৈরির করার কাজে আগর কাঠ লাগে না।
আসলে আগর কোনো বিশেষ গাছের নাম নয়, বরং এটি এক প্রকার বিশেষ গাছের কাঠ। এটি 'আকুইলারিয়া" নামক একপ্রকার গাছ থেকে প্রক্রিয়াকরণের মাধমে প্রস্তুত করা হয়। এই প্রক্রিয়াকরণের নাম ফিলফোরা পার্সিটিকা।
আকুইলারিয়া গাছ বড় হলে, দেহে ছিদ্র করা হয় এবং তাতে ছাঁচ নামক এক অণুজীবকে প্রবেশ করানো হয়। সেই অণুজীব গাছের ওই নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত করে। যার ফলে ওই অংশটি সুখিয়ে যায়। এরপর গাছ থেকে শুকিয়ে যাওয়া অংশ আলাদা করে প্রস্তুত করা হয় 'বিশ্বের সবচেয়ে দামি কাঠ' আগর কাঠ। আগর কাঠ 'সুগন্ধির রাজা' হিসাবে পরিচিত। এই আগর কাঠের অর্থ হলো 'দেবতাদের কাঠ', যা মূলত ভারত সহ চীন ও জাপানের মতো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রেইন ফরেস্টে অঞ্চলে পাওয়া যায়। এখন থেকে কাঠগুলি এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। এটি খুবই দুর্লভ এবং বিশ্বের সবচেয়ে মূল্যবান কাঠের তকমা পেয়েছে। বর্তমানে এক কেজি আগর কাঠের দাম ৭৩ থেকে ৫০ হাজার টাকা।