Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Life Style News

11 months ago

Skin Care: মেকআপ অন্যের সাথে ভাগ করছেন! জানেন মেকআপ শেয়ারে কি রোগ হতে পারে?

Makeup
Makeup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  প্রতিটি মহিলাই মেকআপ করতে ভালোবাসেন। অনেক সময় দেখা যায়, মেয়েরা তাদের বন্ধুদের মধ্যে একই মেকআপ কিট ব্যবহার করছেন। শুধু বন্ধুদের সাথে নয়, দুই বোনও একই মেকআপ কিট থেকে মেকআপ করছেন। তবে এর ফলে নানা রোগের সংক্রমণ ঘটতে পারে দাবি তোলেন চিকিৎসকরা। চিকিৎসকদের মতে, একই লিপস্টিক বা আইলাইনার অথবা মাস্কারা যদি একাধিক জন ব্যবহার করতে থাকেন, তা হলে বিভিন্ন ভাইরাস, ব্যাক্টেরিয়া এক জনের থেকে অন্য জনের মধ্যে ছড়াতে শুরু করবে। 

মেকআপ ব্রাশ

চিকিৎসকদের মতে, মেকআপ ব্রাশগুলি পরিষ্কার করেন না অনেকে। এর ফলে আগের দিনের ব্লাশ, গ্লিটার বা পাউডার লেগে থাকে। পরের দিন আবার সেগুলিই ব্যবহার করার ফলে ব্রাশে লেগে থাকা ত্বকের মৃতকোষ বা জীবাণু শরীরে ঢুকে যায়। এর থেকে ত্বকে র‌্যাশ, চুলকানি, প্রদাহ হতে পারে। 

চোখের মেকআপ

আইলাইনার, কাজল বা মাস্কারা কখনওই অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক নয়। এর থেকে কনজাংটিভাইটিস ছড়াতে পারে। একই কাজল বা আইলাইনার যদি একাধিক জন ব্যবহার করেন, তা হলে চোখে সংক্রমণ হতে পারে। চোখ ফুলে ওঠা, অনবরত জল পড়া, চোখের মণির চারপাশে লাল দাগ দেখা যেতে পারে বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। 

লিপস্টিক

ঠোঁটের ত্বক খুবই সংবেদনশীল। মনে রাখবেন, লিপস্টিক বা লিপবাম কিন্তু আমাদের লালাতেও মিশে যায়। তাই একই লিপস্টিক বা লিপবাম যদি একাধিক জন ব্যবহার করতে থাকেন, তা হলে ত্বকের সংক্রমণ কেবল নয়, অন্যের শরীরে থাকা রোগজীবাণু আপনার শরীরেও বাসা বাঁধতে পারে। এর দরুন মুখ, গলা ও শ্বাসযন্ত্রের রোগ হতে পারে।


You might also like!