Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Life Style News

11 months ago

Green Bangles: শ্রাবণ মাসে মহিলারা হাতে পড়েন সবুজ চুড়ি! কিন্তু কেন জানেন?

Green Bangles
Green Bangles

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বাংলা ক্যালেন্ডারের পাতায় এখন শ্রাবণ মাস। এই মাসে মহিলারা সবুজ চুড়ি পড়ে ভগবান শিবের মাথায় জল ঢালেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও সবুজ চুড়ি পড়ে শেয়ার করছেন সেই ছবি। শুধু নেটপাড়ায় নয়, রাস্তাঘাটেও দেদার বিক্রি হচ্ছে সবুজ চুড়ি। বাজার হাটে ইতিমধ্যেই সবুজ  চুড়ির দোকান সাজিয়ে বসে পড়েছেন চুড়ি বিক্রেতারা। আর নতুন ‘ট্রেন্ডে' গা ভাসিয়ে দেদারে চুড়ি কিনছেন মহিলারাও । কিন্তু জানেন কি শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরার আসল কারণ কি? এর পিছনে রয়েছ এক পৌরাণিক কাহিনী!

কেন শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়েন মহিলারা?

হিন্দু পুরাণ বিশেষজ্ঞরা বলেন,  শ্রাবণ মাস হল মহাদেবের জন্ম মাস । কোনও এক সময় অভিশাপের কারণে দেবী পার্বতী শিবের কাছ থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর দেবাদিদেবকে পুনরায় ফিরে পেতে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী কঠোর উপবাস পালন করেন। সেই সঙ্গে হাতে সবুজ চুড়ি পরেছিলেন তাঁর ভালবাসা ও ভক্তির প্রতীক হিসাবে। এদিকে পার্বতীর এই প্রচেষ্টা সম্পর্কে কিছুই জানতেন না ভগবান শিব। তিনি বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎই সবুজ চুড়ি পরা এক সুন্দরী মহিলাকে দেখে তাঁর সৌন্দর্যে মুগ্ধ হন মহাদেব। তখন তিনি সেই মহিলার কাছ থেকে তাঁর পরিচয় জানতে চান। তিনি যখন জানতে পারেন, ওই মহিলাই দেবী পার্বতী এবং স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার কঠোর প্রচেষ্টার কথা তখন মহাদেব আনন্দে আপ্লুত হয়ে দেবীকে সানন্দে গ্রহণ করেন। 

সেই সঙ্গে তাঁর ভক্তি ভালবাসায় অনুপ্রাণিত হয়ে ভগবান শিব, দেবী পার্বতীকে একটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পুরান বিশেষজ্ঞরা আরও বলেন- পার্বতী তখন বলেছিলেন, যে সমস্ত বিবাহিত  মহিলারা শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবে তারা যেন তাঁর মতই সুখী ও সমৃদ্ধ বিবাহিত জীবন লাভ করতে পারে। ভগবান শিব বর প্রদান করে তাঁর ইচ্ছা পূরণ করেছিলেন। হিন্দু সংস্কৃতিতে অনেক বিবাহিত মহিলাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেন ঐশ্বরিক দম্পতির আশীর্বাদ লাভ করে সুখী বিবাহিত জীবন অতিবাহিত করার জন্য।

উল্লেখ্য , শিব-পার্বতীর পৌরাণিক কাহিনীটি প্রেম, ভক্তি ও স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধনের তাৎপর্য ফুটে ওঠে এই চুড়ির মাধ্যমে । মূলত বিহার, উত্তরপ্রদেশের মহিলাদের মধ্যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি করার প্রচলন বেশি লক্ষ করা যায় । কিন্তু এখন বাংলার মহিলারাও শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতে শুরু করেছেন মহিলারা।

You might also like!