Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Life Style News

11 months ago

Bridal Makeup Artist selection: বিয়ের সাজসজ্জায় চমক পাওয়া চাই? রূপটান শিল্পী পছন্দ করার আগে কোন বিষয় যাচাই করা খুব জরুরী?

Makeup Tips for Indian Bride
Makeup Tips for Indian Bride

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিয়ের তারিখ ঠিক হওয়ার পর বাবা-মা,হবু বর,শ্বশুরবাড়ীর পরেই যে ব্যক্তিটির কথা সবার আগে মনে পড়ে, তিনি হলেন রূপটান শিল্পী। আগে বুকিং না করলে পছন্দের রূপটান শিল্পীর কাছে আর সাজার সুযোগ না পেতে পারেন। প্রায় বছরখানেক আগে থেকে বুকিং না করে রাখলে খ্যাতনামীদের নাগাল পাওয়া খুব মুশকিল! সব কনেরা  বিয়ের দিনের সাজ সম্পর্কে কমবেশি খুঁতখুঁতে হোন কারণ তাদের সুপ্ত ইচ্ছে থাকে যে তাঁর বিয়ের সাজ হবে একদম সেরা।

 বিয়ের জন্য রূপটানশিল্পী বাছাই করার ক্ষেত্রে কোন বিষয়ে সাবধান থাকবেন রইলো উপায় -  

১) বিয়ের দিন কিরকম সাজ চান তার এক ছবি রাখুন হাতের কাছে। দরকার হলে বিষয়টি নিয়ে আগেই কথা বলে নিতে পারেন রূপটান শিল্পীর সঙ্গে। তাই কোনো বিশেষ সাজ পছন্দ হলে তা মোবাইলে রেখে দিতে পারেন। নিজের সাজ সম্পর্কে স্পষ্ট ধারণা রেখে তবেই শিল্পীর খোঁজ করুন। আপনার যদি নো-মেকআপ লুক পছন্দ হয় তাহলে সেই কাজে যিনি দক্ষ তাঁকেই নিয়োগ করুন!


২)  বিয়ের আগে বেশ কিছু অনুষ্ঠান থাকে। আশীর্বাদ, আইবুড়োভাত কিংবা আংটিবদলের দিন রূপটান শিল্পীকে দিয়ে সাজান। তিনি আপনাকে কেমন সাজাচ্ছেন, তা আগে থেকে দেখে নিন। মেকআপ বেশি চড়া লাগলে সে বিষয় তাঁর সঙ্গে খোলাখুলি কথা বলে নিন। বিয়ের দিনের সাজ যেন আপনার মনের মতো হওয়ার জন্য তাতে নিশ্চয়তা করুন। 

৩)  বিয়ের আগে বেশ কিছু অনুষ্ঠান থাকে। আশীর্বাদ, আইবুড়োভাত কিংবা আংটিবদলের দিন রূপটান শিল্পীকে দিয়ে সাজান। তিনি আপনাকে কেমন সাজাচ্ছেন, তা আগে থেকে দেখে নিন। মেকআপ বেশি চড়া লাগলে সে বিষয় তাঁর সঙ্গে খোলাখুলি কথা বলে নিন। বিয়ের দিনের সাজ যেন আপনার মনের মতো হওয়ার জন্য তাতে নিশ্চয়তা করুন।


৪) কেশসজ্জাও মেকআপেরই একটি অংশ। বহুজনের মুখের মেকআপ ঠিকঠাক হলে একদম ভুলে যান চুলের সাজসজ্জার কথা। বিয়ের আগে চুল ছোট করে কাটাবেন না। বড় চুল হলে মেকআপের পাশাপাশি চুলের সাজ নিয়েও কারসাজি করা যায়। চুলের সাজ কেমন করবেন সেই নিয়েও কেশশিল্পীর সঙ্গে আগে থেকে কথা বলে রাখুন।


৫)  ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে রূপটান শিল্পীর মডেলদের সাজ দেখে কোনও সিদ্ধান্ত নেবেন না কারণ ফোটো আপলোড করার সময় অনেক রূপটান শিল্পীই বিভিন্ন রকম "ফিল্টার" ব্যবহার করেন। তাই ছবি দেখে বিচার না করে সমাজমাধ্যমে পেজে গিয়ে যিনি তাঁর কাছে আগে সেজেছেন তাঁর কাছ থেকে মতামত শুনুন। 

You might also like!