kolkata

2 months ago

Kiran Dutta: লক্ষ্মীপুজো মিটতেই সুখবর দিলেন কিরন! তবে কি লক্ষ্মী এল বংগাই-র ঘরে?

Kiran Dutta
Kiran Dutta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলার জনপ্রিয় কনটেন্ট রাইটার হিসেবে অন্যতম 'দ্য বং গাই' তথা কিরন দত্ত। একাধিক জনপ্রিয় কনটেন্ট রয়েছে তাঁর ঝুলিতে। বর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়ায় সাবস্ক্রাইবার সংখ্যা ৪.০৮ মিলিয়ন অর্থাৎ ৪০ লক্ষেরও বেশি। এবার সেই কিরন দত্তের জীবনে এল এক সুখবর।

ফোর্বসের তালিকায় কিরণের নাম।ভারতের সেরা ১০০ কনটেন্ট ক্রিয়েটার তালিকায় ১০ নম্বরে জায়গা করলেন কিরণ দত্ত। খবর শেয়ার করে কিরণ লিখেছেন, 'বাপের জন্ম কল্পনাও করিনি ফোর্বসে নিজের ছবি দেখতে পাব….আর সেরা ১০০ ডিজিট্যাল স্টারদের মধ্যে ১০ নম্বরে থকার কথা তো ছেড়ে দাও।'

You might also like!