kolkata

4 months ago

Arjun Singh:ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি,তৃণমূলকে হুঁশিয়ারি অর্জুনের

Bomb blast in front of BJP leader's house in Bhatpara, Arjun warns Trinamool
Bomb blast in front of BJP leader's house in Bhatpara, Arjun warns Trinamool

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভোটের (Lok Sabha Election 2024) পরেও বারাকপুরে বোমাবাজি। মঙ্গলবার রাতে স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি হয় বলেই অভিযোগ। নিজের গড়ে বোমাবাজির ঘটনার প্রতিবাদে সরব বারাকপুরের দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। তাঁর অভিযোগ, ভোটগণনার আগে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল। X হ্যান্ডেলে নির্বাচন কমিশনকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি তাঁর।

অন‍্যদিকে, এই ঘটনায় বুধবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির । সেই অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ । জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডে বাড়ি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি উমাশঙ্কর সিংয়ের । তাঁর বাড়ি থেকে বিদায়ী সাংসদ তথা পদ্ম প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ির দূরত্বও খুব বেশি নয় । মেরেকেটে 500 মিটার । তাই দলের প্রবীণ নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় উদ্বিগ্ন অর্জুনও । তিনি এই ঘটনার জন্য সরাসরি শাসকদলকেই কাঠগড়ায় তুলেছেন ।

সিসিটিভি ফুটেজ থাকা সত্বেও দুষ্কৃতীরা এখনও পুলিশের নাগালের বাইরে ৷ এই নিয়েও সরব হয়েছেন বিজেপি প্রার্থী । বোমাবাজির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে ব‍্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং বলেন, "পুলিশকে বলব, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা হোক । নইলে পালটা এর যখন প্রতিক্রিয়া দেওয়া হবে তখন কিন্তু সমস্ত দায় পুলিশকেই নিতে হবে । এসব করে ভাটপাড়ার মানুষকে ভয় দেখানো যাবে না । ভাটপাড়ার মানুষ জানে কীভাবে এর জবাব দিতে হবে । পুলিশকে নিষ্ক্রিয় করেই তো মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় রয়েছেন । এটা নতুন কিছু নয় । তবে এসব জিনিস বেশিদিন আর বরদাস্ত করবে না রাজ‍্যের মানুষ ।"

ব‍্যারাকপুরের ভোট মিটেছে সপ্তাহ খানেক হয়ে গিয়েছে । তার পরও যুযুধান তৃণমূল ও বিজেপির অভ‍্যন্তরে রাজনৈতিক চাপানউতোর চলছেই । বিশেষ করে ভোটের দিন কারচুপি এবং রাজনৈতিক প্রভাব ঠেকাতে পার্থ-অর্জুনের নির্বাচন কমিশনে নালিশ জানানো নিঃসন্দেহে অন্য মাত্রা জুগিয়েছে । তাছাড়া, বিজেপি প্রার্থী অর্জুন সিং ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যামকে খুনের হুমকির ঘটনাতেও লেগেছে রাজনৈতিক রং । বাকযুদ্ধে জড়িয়েছে শাসক এবং গেরুয়া শিবির, দু'পক্ষই । ফলে নির্বাচনের ফলাফলের দিন যত এগিয়ে আসছে, ততই হাই ভোল্টেজ ব‍্যারাকপুর কেন্দ্র ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, যার আঁচ পাওয়া যাচ্ছে এখন থেকেই ।


You might also like!