International

1 year ago

Ex-Pakistan PM Nawaz Sharif:'আমরা ভিক্ষা করছি, ওরা চাঁদে যাচ্ছে', নওয়াজের মুখে ভারতের প্রশংসা

Ex-Pakistan PM Nawaz Sharif
Ex-Pakistan PM Nawaz Sharif

 

নয়াদিল্লি  : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখে ভারতের প্রশংসা। ওনলাইনে দলীয় বৈঠকে বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভারত চাঁদে যাচ্ছে। জি-২০ আয়োজন করছে। আর পাকিস্তান ভিক্ষে করছে।

সামনেই পাকিস্তানের নির্বাচন। নির্বাচনে অংশ নিতে ২১ অক্টোবর ব্রিটেন থেকে পাকিস্তানে ফিরবেন তিনি । তার আগেই বিগত সরকারকে তুলোধনা করতে রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠলেন শরিফ। লাহোরে একটি দলীয় বৈঠকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যোগ দিয়েছিলেন শরিফ। তাঁকে বলতে শোনা যায়, ”আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেশে দেশে ভিক্ষা করতে হচ্ছে তহবিল জোগাড় করতে। এদিকে ভারত চাঁদে পৌঁছে যাচ্ছে। জি-২০ সম্মেলন আয়োজন করছে। ভারত যা পারে পাকিস্তান কেন তা পারে না? এর জন্য কে দায়ী? যখন অটলবিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তাঁদের হাতে কয়েক বিলিয়ন ডলার মাত্র ছিল। কিন্তু আজ ভারতের বিদেশি মুদ্রা ৬০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।”

গত জুলাইয়েই আইএমএফ ১.২ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে পাকিস্তানকে। সব মিলিয়ে ৯ মাসে ৩ বিলিয়ন ডলার দেওয়ার কথা। এই পরিস্থিতিতে পাকিস্তানে নির্বাচন হতে পারে নভেম্বরে। তার আগেই দেশে ফিরবেন শরিফ। কিন্তু তার আগেই তাঁকে এমন মন্তব্য করতে দেখা গেল।


You might also like!