International

1 year ago

Ukraine :২২টি রুশ ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

Ukraine claims to destroy 22 Russian drones
Ukraine claims to destroy 22 Russian drones

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেনের বিমানবাহিনী আজ রোববার ভোরে বলেছে, দক্ষিণ ওদেসা অঞ্চলে গত রাতে হামলাকালে তারা রাশিয়ার ২২টি ড্রোন ধ্বংস করেছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের বিমানবাহিনী লিখেছে, দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে রাশিয়া দফায় দফায় হামলা চালায়। হামলার জন্য তারা ‘শাহেদ-১৩৬/১৩১’ ড্রোন ব্যবহার করে।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ইরানের তৈরি মোট ২৫টি শাহেদ ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালায়। এর মধ্যে ২২টি ড্রোন ইউক্রেন ধ্বংস করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য অংশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এসব ড্রোন ধ্বংস করে বিমানবাহিনী।জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া কৃষ্ণসাগর শস্যচুক্তি গত জুলাইয়ে ভেস্তে যায়। এই চুক্তির আওতায় কৃষ্ণসাগর দিয়ে নিরাপদে শস্যের চালান পাঠানো সম্ভব হচ্ছিল।

চুক্তিটি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর ইউক্রেনের দক্ষিণ ওদেসা ও মাইকোলাইভ অঞ্চলে হামলা বাড়িয়েছে মস্কো।

দক্ষিণ ওদেসা ও মাইকোলাইভ অঞ্চলের বন্দরসহ অন্যান্য অবকাঠামো শস্যের চালান পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ।গত মাসে রাশিয়ার অবরোধ উপেক্ষা করে ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে প্রথম বেসামরিক পণ্যবাহী একটি জাহাজ তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শনিবার বলেন, আরও দুটি জাহাজ দেশটির অস্থায়ী কৃষ্ণসাগরের শস্য করিডর দিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।


You might also like!