International

1 year ago

Two Archery Players Are Missining In Korea:দক্ষিণ কোরিয়াযর বিমানবন্দর থেকে নিখোঁজ শ্রীলঙ্কার দুই তীরন্দাজ খেলোয়াড়

Two Archery Players Are Missining In Korea
Two Archery Players Are Missining In Korea

 

কলম্বো, ১৭ সেপ্টেম্বর  : বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য শ্রীলঙ্কার দুই জাতীয় তীরন্দাজ খেলোয়াড় দক্ষিণ কোরিয়া পৌঁছানোর পরপরই বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে যান।

সূত্র অনুসারে জানা গেছে, ক্রীড়া মন্ত্রকের অনুমোদনের পরে, শ্রীলঙ্কা আর্চারি অ্যাসোসিয়েশন (এসএলএএ) তাদের পাঁচ খেলোয়াড় এবং একজন কোচের দলকে বিশেষ প্রশিক্ষণের জন্য দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছিল। দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে অবতরণের পর টিম ম্যানেজমেন্ট বা অন্যান্য সহযোগী খেলোয়াড়দের না জানিয়েই এই দলের দুই খেলোয়াড় হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর শ্রীলঙ্কার মাত্র তিনজন খেলোয়াড় ও কোচ সেখানে ২১-২৫ আগস্ট অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেন।

শ্রীলঙ্কা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি রোশান কাদানাতচি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন যে টিম ম্যানেজারের প্রতিবেদন অনুসারে, ক্রীড়া দফতরের পাশাপাশি শ্রীলঙ্কার সেনাবাহিনী ও নৌবাহিনীর ক্রীড়া কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।


You might also like!