International

8 months ago

Earthquake:ভূমিকম্পে কেঁপে উঠল লেহ-লাদাখ থেকে কিরগিজস্তান

Earthquake shook from Leh-Ladakh to Kyrgyzstan
Earthquake shook from Leh-Ladakh to Kyrgyzstan

 

নয়াদিল্লি/বিশকেক, ৩০ জানুয়ারি: ভারতের লেহ-লাদাখ থেকে সাত সমুদ্র পেরিয়ে কিরগিজস্তান পর্যন্ত মঙ্গলবার সকালে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার এবং জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস এই তথ্য দিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, লেহ এবং লাদাখে সকাল ০৫.৩৯মিনিটে যে ভূমিকম্প হয়েছিল তার তীব্রতা রিখটার স্কেলে ৩.৪ রেকর্ড করা হয়েছিল। বর্তমানে কোন ক্ষয়ক্ষতির খবর নেই। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেসের মতে, মঙ্গলবার কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্ত এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৬। ভূমিকম্পে প্রাণহানি বা সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে এখনো তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পটি ছিল ১০ কিলোমিটার গভীরে।


You might also like!