International

11 months ago

Afghanistan earthquake update: ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড আফগানিস্তান; মৃত্যু বেড়ে ৩২০, আহত ৬০০-রও বেশি

Afganistan earthquake  Update(Collected)
Afganistan earthquake Update(Collected)

 

কাবুল, ৮ অক্টোবর : ভয়াবহ ভূমিকম্পে একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৩২০ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০০-রও বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সীমান্ত সংলগ্ন অঞ্চল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিমের শহর হেরাত। ৬ দশমিক ৩ মাত্রার এই কম্পনের জেরে বহু বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল, স্কুল এবং মসজিদ।

হেরাতের বিপর্যয় ব্যবস্থাপন বিভাগের প্রধান মোসা আসারি জানিয়েছেন, পরপর তিনবার জোরালো মাত্রায় কম্পনের ফলে বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে পড়েন। এদের মধ্যে মহিলা, শিশু এবং বয়স্ক মানুষেরা রয়েছেন। আহতদের উদ্ধারে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। হেরাতের আঞ্চলিক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২২০ পেরিয়েছে এবং আরও ৬০০ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার দুপুর ১২টা ১১ মিনিটে প্রথম কম্পন হয় পশ্চিম আফগানিস্তানের হেরাটে। কম্পনের তীব্রতা ছিল ৬.১। তার পর দ্বিতীয় কম্পনটি হয় তার ঠিক ৮ মিনিট পর অর্থাৎ ১২টা ১৯ মিনিটে। এই কম্পনের তীব্রতা ছিল ৫.৬। তৃতীয় কম্পনটি ছিল আরও জোরালো। স্থানীয় সময় দুপুর ১২টা ৪২ মিনিটে আবারও কাঁপে আফগানিস্তান। এই সময় কম্পনের তীব্রতা ছিল ৬.২। কম্পনের উৎসস্থল ছিল হেরাট থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

You might also like!