International

1 day ago

South Korea: দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত্যু ২৮ জনের

plane crash in South Korea
plane crash in South Korea

 

সিওল, ২৯ ডিসেম্বর : বছর শেষে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। রবিবার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আহত ও নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ হয় বিমানটির। এসময় বিমানটিতে মোট ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলো। কীভাবে দুর্ঘটনা ঘটলো, দক্ষিণ কোরিয়ার জরুরি বিভাগ তার কারণ খতিয়ে দেখছে। তবে মনে করা হচ্ছে, বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে রানওয়ের উপরে বিমানটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাইলট।


You might also like!