Health

1 year ago

Health : আদার গুনে সারতে পারে বহুবিধ রোগ, জেনে নিন এর গুনাবলী

Uses of Ginger in Regular Life
Uses of Ginger in Regular Life

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রান্নায় স্বাদ বাড়াতে আদার কোনো জবাব নেই, এর স্বাদ ও গন্ধ আপনার বানানো রান্নার স্বাদ অনেকাংশেই বাড়িয়ে দিতে পারে। তবে রান্নার স্বাদ বাড়ানো  ছাড়াও এর আরো গুন আছে যার দ্বারা আমাদের বিবিধ রোগ সারানো সম্ভব। সাধারন সর্দি কাশি ছাড়াও এর গুনে যে সব রোগ থেকে মুক্তি মিলতে পারে জেনে নেওয়া যাক-

* গাঁটের ব্যথা 

আর্থরাইটিসের সমস্যা অনেকেই ভোগেন। চিকিৎসকরা জানাচ্ছেন, আদা এই ধরনের ব্যথা কমাতে সাহায্য করে। ধারাবাহিক ভাবে আদা খেলে আর্থ্রাইটিসের ব্যথা বশে থাকবে। 

* ঠান্ডা থেকে উপসম 

ঠান্ডা লাগা, সর্দি-কাশির সমস্যায় দারুণ উপকারী ভূমিকা পালন করে আদা। ঘরোয়া উপায়ে ঠান্ডা লাগার সমস্যা কমাতে ভরসা রাখতে পারেন আদার উপর। চটজলদি সমস্যার সমাধান করবে আদা। 

* বদহজম দূর করে

গ্যাস-অম্বলের সমস্যা লেগেই থাকে। অনেকেই চটদলদি মুক্তি পেতে ওষুধও খান। তাতে সব সময়ে যে কাজ হয়, এমনও নয়। অথচ হজমের ওষুধ রয়েছে হেঁশেলেই। নিয়মিত যদি আদা খাওয়া যায়, তা হলে গ্যাস-অম্বলের সমস্যা থেকে অনেকটাই দূরে থাকবেন।


You might also like!