Country

2 days ago

Ganga overflows in Rishikesh: ঋষিকেশে বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, বাড়ছে চিন্তা

Rishikesh weather
Rishikesh weather

 

ঋষিকেশে, ৭ আগস্ট : ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরাখণ্ডের ঋষিকেশে বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা নদীর জলস্তর। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই চিন্তার মধ্যে রয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার সকালে দেখা যায়, ঋষিকেশে বিপদসীমার অনেকটা ওপর দিয়েই বইছে গঙ্গা নদী।

সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট যোগেশ মেহরা বলেন, "গঙ্গা নদীর ক্রমবর্ধমান জলস্তরের পরিপ্রেক্ষিতে, সেচ বিভাগের কর্মীরা পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন। গঙ্গার ক্রমবর্ধমান প্রবাহের কারণে জলস্তরের উপরও নজর রাখা হচ্ছে।"

You might also like!