Health

1 year ago

Post Covid-19 Period : 'পোস্ট কোভিদ' সমস্যা ভয়ঙ্কর - সাম্প্রতিক গবেষণায় জানা যায়

Post Covid period
Post Covid period

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পৃথিবী কোভিদের অন্ধকারে ডুবে ছিলো দু'বছর। প্রাণ গেছে বহু মানুষের। তারপর ধীরে ধীরে মানুষ আবার কোভিদ মুক্ত পৃথিবীর মুখ দেখছে। যদিও কোভিদ এখনো অল্প-স্বল্প আছে। কিন্তু এবার শুরু হয়েছে কোভিদের আক্রমণ থেকে মুক্তি পাওয়া মানুষদের নিয়ে গবেষণা। কোভিড–১৯ আক্রান্ত ৩৪ ভাগ মানুষের স্মৃতিশক্তি কমে গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। এ ছাড়া কোভিডে আক্রান্ত হওয়ার পর আগে থেকে ডায়াবেটিসে ভোগা ৫০ ভাগ মানুষের এ–সংক্রান্ত জটিলতা আরও বেড়েছে। কোভিডে ভোগা ব্যক্তিদের সাক্ষাৎকারভিত্তিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ‘হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের পরবর্তী শারীরিক জটিলতা ও অন্যান্য রোগের সম্পর্ক নিরূপণ’ শীর্ষক এই গবেষণা এশিয়া প্যাসিফিক পাবলিক হেলথ জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়।


 এই গবেষণা বিশ্বব্যাপী হলেও গবেষণার ফল প্রকাশ হয় মূলত বাংলাদেশের রুগীদের নিয়ে। এই গবেষণায় নেতৃত্ব দেন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক অলক পাল। গবেষণার সঙ্গে আরও যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা মেডিকেল কলেজের একদল বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট চিকিৎসক।

২০২০ সালের মে থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ১ হাজার ২০৭ জন কোভিড–১৯ রোগীর ওপর এই সমীক্ষাটি হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর এসব রোগীর ১৭টি বিভিন্ন প্রশ্নোত্তরের ভিত্তিতে জরিপ গবেষণাটি তৈরি করা হয়। এর মধ্যে ৬৫ দশমিক ৫ ভাগ পুরুষ। তাঁদের বয়স ছিল ২৬ থেকে ৬০ বছর পর্যন্ত। 


  গবেষক দলের প্রধান অধ্যাপক অলক পাল বলেন, কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর নারী–পুরুষের শারীরিক নানা উপসর্গ এবং কোভিডকালীন লক্ষণ নিয়ে বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে এই জরিপ গবেষণাটি পরিচালিত হয়। এখানে দেখা যায় যাঁদের আগে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ ছিল, তাঁদের এখন সমস্যা আরও বেড়েছে। নতুন করে শক্তি কমেছে ও দুর্বলতা বেশি করে দেখা দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য সাধারণ সুস্থ মানুষদেরও স্মৃতিশক্তি অনেকটা কমে গেছে।

You might also like!