Health

1 year ago

Coronavirus in India : ভারতে নমুনা পাওয়া গেল ওমিক্রনের উপশাখা এক্সবিবি.১.৫ -এর , বিধি মানায় জোর স্বাস্থ্য মন্ত্রকের

Coronavirus in India
Coronavirus in India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি চিনে সংক্রমণ বাড়ার পরেই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে আগত যাত্রীদের র‌্যান্ডম বা হঠাৎ পরীক্ষা শুরু করে কেন্দ্র। এই সময়ে বিদেশ থেকে আসা ১২৪ জন যাত্রীর শরীরে করোনা সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে। যাঁদের মধ্যে এখন পর্যন্ত ৪০ জনের জিনোম সিকোয়েন্স করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের শরীরে এক্সবিবি ও এক্সবিবি.১.৫ নমুনা পাওয়া গিয়েছে। এক জনের শরীরে বিএফ.৭.৪.১-এর নমুনাও পাওয়া গিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের মতে, এখন পর্যন্ত গুজরাত, রাজস্থান ও কর্নাটক মিলিয়ে পাঁচ জনের শরীরে এক্সবিবি.১.৫-এর নমুনা পাওয়া গিয়েছে। প্রথম নমুনাটি পাওয়া যায় ১৯ ডিসেম্বর আমেরিকা থেকে আসা জয়পুরের বাসিন্দার শরীরে। 

প্রসঙ্গত, এক্সবিবি.১.৫ বা ক্র্যাকেন ভ্যারিয়েনন্ট করোনা প্রজাতির মধ্যে সব থেকে শক্তিশালী। যদিও দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আজ ফের আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। তিনি বলেন, ‘‘অযথা ভয় পাওযার কিছু নেই। সরকার সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতেপ্রস্তুত রয়েছে।’’ তবে একই সঙ্গে তিনি সতর্কতা অবলম্বনের প্রস্তাব রেখেছেন জনগনের জন্য। 

You might also like!