Health

1 year ago

Skin Care : ত্বকের সৌন্দর্যতা বাড়িয়ে তুলতে এই ফলের জুড়ি মেলা ভার

ত্বকের সৌন্দর্যতা বাড়িয়ে তুলতে এই  ফলের জুড়ি মেলা ভার
ত্বকের সৌন্দর্যতা বাড়িয়ে তুলতে এই ফলের জুড়ি মেলা ভার

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শরীরের জলশূন্যতা কমাতে সাহায্য করে তরমুজ। তরমুজের মধ্যে রয়েছে ৯০ শতাংশ জল। এছাড়াও তরমুজে থাকা আ্যমিনো অ্যাসিড ত্বকের কোলাজেন বৃদ্ধি করতে সহায়তা করে। তরমুজে রয়েছে ভিটামিন এ,বি,সি এবং আ্যন্টি অক্সিডেন্ট। যা ত্বকের জন্য খুব উপকারী 

• গরমে শরীরে ব্ল্যাকহেডস এবং ব্রণের সমস্যা দেখা দেয়। এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে তরমুজের মাস্ক ব্যবহার করতে পারেন। এমনকি তরমুজের রস দিয়ে আইস কিউব তৈরি করে মুখে ঘষলে বেশ কাজ দেয়।

• ত্বকের পোড়া ভাব কাটিয়ে উজ্জ্বল ও ময়েশ্চারাইজ রাখতে পারে তরমুজ। তরমুজে ভিটামিন সি থাকার কারণে এটি স্ক্রাব হিসেবে দারুণ কাজ করে। এক টুকরো তরমুজ কেটে নিয়ে ত্বকে ভালভাবে ঘষে নিতে পারেন। 

• তরমুজ এবং লেবুর রস একসঙ্গে মিশিয়ে ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যায়।বিশেষ করে যাদের শুষ্ক ত্বক তারা তরমুজ,পাকা কলা,দুধের প্যাক ব্যবহার করতে পারেন।সপ্তাহে তিন থেকে চারদিন অন্ততপক্ষে এই প্যাকটি মুখ লাগালেই ফল পাবেন 

• তরমুজের সঙ্গে বেসন,দু চামচ হলুদ,টক দই এবং পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে ব্যবহার করলে সহজেই বলিরেখা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

You might also like!