Health

1 year ago

Skin care: স্নানের জলে মিশিয়ে নিন কয়েক ড্রপ তেল - ত্বক উজ্জ্বল থাকবে

skin care
skin care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শীতকালে বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকার কারণে আমাদের শরীরের চামড়া শুকিয়ে যায়। অনেকের আবার ফেটে রক্তও পড়ে। ফলে আমাদের অনেক ক্রিম, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। এই সমস্যার সমাধানের সহজ উপায় হলো  স্নানের সময় জলে কয়েক ফোঁটা তেল মেশানো। বিশেষজ্ঞরা দুটি পরামর্শ দিচ্ছেন। প্রথম - খুব গরম জলে স্নান করবেন না। গরম জলের সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে নিয়ে স্নান করুন। গরম জলের পরিমাণ কম রাখুন। পাশাপাশি স্নানের জলে মিশিয়ে নিন অলিভ অয়েল, নারকেল তেল এবং বাদাম তেল। এই সব তেলের বহুমুখী ব্যবহার সম্পর্কে কমবেশি আমরা সকলেই জানি। সবচেয়ে ভাল বিষয় হয়, এই তেলগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখার ক্ষেত্রে দারুণ উপযোগী।


 দ্বিতীয় - বিশেষ কিছু তেল শরীরের ত্বকে দীর্ঘ সময় লেগে থাকে। অলিভ অয়েল, নারকেল তেল এবং বাদাম তেল—এই তিনটে তেলই ভিটামিন ই সমৃদ্ধ। এই পুষ্টি ত্বককে কোমল রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে এই ভিটামিন। ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে এই ভিটামিন। স্নানের জলে অলিভ অয়েল, নারকেল তেল কিংবা বাদাম তেলের কয়েকফোঁটা মিশিয়ে দিলেই কাজ হবে। দেখবেন, স্নানের শেষে চামড়ায় আর টান লাগছে না। এভাবেই নিজেকে ও নিজের ত্বককে রক্ষা করা যায়।


You might also like!