Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Health

1 year ago

Red Amaranth Benefits: রক্ত তৈরিতে সিদ্ধহস্ত লালশাক! রোজ খেতে পারলে এড়ানো যাবে রোগব্যাধি

Red Amaranth (File Picture)
Red Amaranth (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রক্তাল্পতার মতো জটিল সমস্যা দূরীকরণে লাল শাকের ভূমিকার কথা সকলেই কমবেশি জানেন। অ্যানিমিয়ার ফাঁদে পড়ে যারা কষ্ট পান, মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি। তবে ভালো খবর হল, অ্যানিমিয়ার মতো জটিল অসুখকে জব্দ করার কাজে একাই একশো লাল শাক। কারণ এই শাকে রয়েছে আয়রনের ভাণ্ডার যা কিনা লোহিত রক্ত কণিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অ্যানিমিয়ায় ভুক্তভোগীদের ডায়েটে এই শাকের পদ থাকা চাই-ই চাই। আর যাঁরা এই অসুখের ফাঁদ এড়িয়ে চলতে চান, তাঁরাও ঝটপট এই শাককে ডায়েটে জায়গা করে দিন। তাতেই উপকার পাবেন হাতেনাতে।

হাড়কে মজবুত বানাতে বাছুন এটি

আজকাল কম বয়সেই অনেকে হাড়ের ক্ষয়জনিত রোগের ফাঁদে পড়ছেন। এমনকী বয়স ৩০ পেরতে না পেরতেই ক্ষয়ে যাচ্ছে দাঁত। তবে ভালো খবর হল, এইসব সমস্যা প্রতিরোধের কাজে একবারে নির্ভরযোগ্য দাওয়াই হল লাল শাক। কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম এবং ভিটামিন কে। আর এই দুই উপাদান হাড় এবং দাঁতের জোর বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। তাই ঝটপট এই শাককে ডায়েটে জায়গা করে দিন। তাতেই উপকার পাবেন হাতেনাতে।

পান উজ্জ্বল দৃষ্টি ক্ষমতা 

এই শাক হল ভিটামিন এ-এর ভাণ্ডার। আর এই উপাদান চোখের হাল ফেরানোর কাজে সিদ্ধহস্ত। এমনকী এতে উপস্থিত কিছু অ্যান্টিঅক্সিডেন্ট একাধিক চোখের রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে। তাই রেটিনোপ্যাথি থেকে শুরু করে ম্যাকুলার ডিজেনারেশনের ফাঁদ এড়াতে চাইলে রোজের পাতে এই শাককে জায়গা করে দিতেই হবে। তাহলেই চোখের স্বাস্থ্যের হাল ফিরবে।

You might also like!