Health

1 year ago

Mansukh Mandaviya : বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত, সেই মত নেওয়া হচ্ছে পদক্ষেপ : মনসুখ মান্ডভিয়া

Dr. Mansukh Mandaviya
Dr. Mansukh Mandaviya

 

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর : কোভিড পরিস্থিতি নিয়ে লোকসভায় বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। বৃহস্পতিবার লোকসভায় তিনি জানিয়েছেন, বিশ্বব্যাপী কোভিড পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি এবং সেই অনুযায়ী নেওয়া হচ্ছে পদক্ষেপও। মনসুখ মান্ডভিয়া এদিন বলেছেন, বিগত কয়েকদিন ধরে বিশ্বে কোভিডের সংক্ৰমণ বাড়ছে, কিন্তু ভারতে সংক্ৰমণ কমছে। আমরা চিনে ক্রমবর্ধমান কোভিড সংক্ৰমণ এবং মৃত্যু দেখছি। স্বাস্থ্য দফতর কোভিড-১৯ মহামারী পরিচালনায় বেশ সক্রিয় হয়েছে। কেন্দ্রীয় সরকার মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দিয়েছে। এখনও পর্যন্ত ২২০ কোটি কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।

লোকসভায় এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আরও বলেছেন, কোভিড-১৯-এর নতুন প্রজাতি সময়মতো শনাক্ত করতে রাজ্যগুলিকে জিনোম-সিকোয়েন্সিং বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সামনেই বড়দিন ও ইংরেজি নতুন বছর, এ কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, উৎসব ও নতুন বছরের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে প্রিকশন ডোজের বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


You might also like!