Health

2 years ago

Covid Update in India : দেশে একদিনে করোনায় সংক্রামিতের সংখ্যা ৯৪৩৬ জন, উদ্বেগ দৈনিক মৃতের সংখ্যায়

India reports 9,436 new COVID-19 cases
India reports 9,436 new COVID-19 cases

 

নয়াদিল্লি, ২৮ আগস্ট : অবশেষে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দিচ্ছে । পরপর দু’দিন দেশে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যাটা ১০ হাজারের কম। তাছাড়া, গত কয়েক সপ্তাহ দৈনিক আক্রান্ত ১৫ হাজারের উপরে উঠতে দেখা যায়নি। যা স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। তবে দৈনিক মৃতের সংখ্যা খানিকটা উদ্বেগে রাখছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৩৬ জন। গতকালও সংখ্যাটা ছিল ১০ হাজারের সামান্য কম। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৮৬ হাজার ৫৯১ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৭ জন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৭৫৪।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১১ কোটি ৬৬ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ২৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ২২ হাজার ৫৫১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

You might also like!