West Bengal

6 hours ago

Weather forecast for Bengal: শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Weather forecast for Bengal
Weather forecast for Bengal

 

কলকাতা, ৮ আগস্ট : গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে বঙ্গে। প্রায় প্রতি দিনই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া, মৌসুমি অক্ষরেখা আপাতত ফিরোজপুর, কারনাল, মোরাদাবাদ, খেরি, জলপাইগুড়ি বরাবর উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ফলে চলতি সপ্তাহেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গে। এ সবের জেরে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে শুক্রবার ভারী বৃষ্টি চলবে। তবে তার পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।

তবে উত্তরবঙ্গে এখনই দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। উত্তরের পাঁচ জেলায় শুক্র, শনি এবং রবিবারও ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ফের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পঙে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও পাঁচ জেলাজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। এই টানা বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে বলে মনে করা হচ্ছে। প্লাবিত হতে পারে নিচু এলাকা। পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে দার্জিলিং ও কালিম্পংয়ে।

You might also like!