Health

1 year ago

Coronavirus: বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, একদিনে আক্রান্ত প্রায় পৌনে পাঁচ লক্ষ

Coronavirus
Coronavirus

 

ওয়াশিংটন, ৭ জানুয়ারি : বিশ্বজুড়ে ভয়াবহ হয়ে উঠছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে পাঁচ লক্ষ মানুষ। আর করোনার মৃত্যু হয়েছে ১৪৩৪ জনের।


আন্তর্জাতিক পরিসংখ্যান সমক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জাপান। প্রাণহানির নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় বিশ্বে যত মানুষ আক্রান্ত হয়েছেন তার অর্ধেকের বেশি জাপানের বাসিন্দা। ওই দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৫ হাজার ৫৪২ জন। আর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৪৫৬ জন। এনিয়ে জাপানে এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ হাজার ৩৭৭ জন। আর প্রাণ হারিয়েছেন ৫৮ হাজার ৯৫২ জন।


জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতেও করোনার সুনামি আছড়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় ওই দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৬ হাজার ৯৭৪ জন। মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৭৫ জন।


পূর্ব এশিয়ার তাইওয়ানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬৭৪ জন।


মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ২৪ হাজার ৯৩৪ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ২০১ জন। ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৬৫ জন। মৃত্যু হয়েছে ১৯৮ জনের। ইউরোপের অন্যতম দেশ ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৩৮৩ জন।

You might also like!