Health

1 year ago

Benifit of Fig : এই ৫ টি রোগ থেকে মুক্তি পেতে খেয়ে দেখুন ডুমুর

Fig
Fig

 

ডুমুরের পুষ্টিগুণ ও উপকারিতার মাত্রা প্রচুর। এর মধ্যে রয়েছে জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আয়রনের মতো খনিজ পদার্থের পাওয়ার হাউস। এই শুকনো ফল অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার সমৃদ্ধ।

বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের এটি অভ্যর্থ টোটকা। তবে কোন কোন ক্ষেত্রে ডুমুর খেলে উপকার পাবেন বরং জেনে নিন।

১। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে-

ডুমুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। অনেক সময় ডায়েটে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে হাইপারটেনশনের সমস্যা হতে পারে। তাই ডায়েটে রাখুন ডুমুর ফল।

২। ওজন কমাতে সাহায্য করে-

খাদ্যআঁশ সমৃদ্ধ ডুমুর ওজন কমাতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে খাদ্যতালিকায় ডুমুর রাখতে পারেন।

৩। ক্যান্সার প্রতিরোধ করে-

গবেষণায় জানা গিয়েছে, মেনোপজ পরবর্তী পর্যায়ে স্তন ক্যান্সার প্রতিরোধ করতে ডুমুর সাহায্য করে। আঁশ সমৃদ্ধ ডুমুর খাদ্যতালিকায় রাখার ফলে ৩৪% মহিলাদের মধ্যে স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম রয়েছে।

৪। ডায়াবেটিসের সমস্যায় উপকারী-

ডায়াবেটিসে ডুমুর যেমন উপকারী, তেমনই ডুমুরের পাতাও উপকারী। ডায়াবেটিসে অনেক সময় রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। গবেষণায় জানা গিয়েছে যে, নিয়মিত ডুমুর খেলে ইনসুলিন গ্রহণের পরিমাণ কম করতে সাহায্য করে।

৫। হাড় বৃদ্ধিতে সহায়ক-

গবেষকদের মতে, ডুমুরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। অতিরিক্ত হাই-সল্ট ডায়েট মেনে চললে ইউরিনের মধ্য দিয়ে অনেক ক্যালসিয়াম বেরিয়ে যায়। এই ক্যালসিয়াম লস প্রতিরোধ করতে ডুমুরের পটাশিয়াম সাহায্য করে। এইভাবে ডুমুর হাড় বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া ডুমুর হাড়ের ক্ষয়রোগও প্রতিরোধ করতে সাহায্য করে।


You might also like!