Health

1 year ago

Adino Virus : অ্যাডিনো উপসর্গযুক্ত ২ শিশুর মৃত্যু বি সি রায়ে, কলকাতা মেডিক্যালে ১ জনের

Adino Virus
Adino Virus

 

কলকাতা, ৯ মার্চ : লেগেই রয়েছে শিশুমৃত্যু। বৃহস্পতিবারও প্রাণ গেল দুই শিশুর। বি সি রায় হাসপাতালে ভরতি ছিল ওই দুই খুদে। তাদের মধ্যে একজন ফুলবাগান এবং আরেকজন রাজারহাটের বাসিন্দা। দু’জনেই ন’মাস বয়সি। জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি ছিল তারা। একের পর এক শিশুমৃত্যুতে উদ্বিগ্ন খুদের পরিবারের লোকজন। অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজে আর‌ও এক শিশুর মৃত্যু হয়।

কলকাতা: বাচ্চাদের জ্বর, সর্দিকাশি এবং বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে শ্বাসকষ্ট উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্যমহলের। শিশুমৃত্যুও অব্যাহত। ফের বি সি রায় শিশু হাসপাতালে শিশুমৃত্যু। বি সি রায় শিশু হাসপাতালে বৃহস্পতিবার সকালে আর‌ও এক শিশুর মৃত্যু হয়। বয়স ৯ মাস ১৪ দিন। রাজারহাটের বাসিন্দা ছিল সে। জ্বর, সর্দি, শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এনআইসিইউয়ে ২২ দিন ধরে ভর্তি ছিল শিশু। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ মৃত্যু হয় তার। এর আগে বুধবার রাতে এই হাসপাতালেই রুদ্রাংশু কুমার নামে এক শিশুর মৃত্যু হয়। বয়স ৯ মাস। ফুলবাগানের বাসিন্দা ছিল সে। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে রবিবার ভর্তি করা হয় তাকে। বুধবার রাত ১১টা ৪০ মিনিটে মৃত্যু হয় তার।

অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজে আর‌ও এক শিশুর মৃত্যু হয় বুধবার রাতে। বয়স ১ বছর ২ মাস। নদিয়ার ফুলিয়ার বাসিন্দা ছিল। গত ৪ ফেব্রুয়ারি কৃষ্ণনগর থেকে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল। এরপর এখানে চিকিৎসা চলে। বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে জ্বর, সর্দি, শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয় তার।

You might also like!