Health

1 year ago

Zika Virus : কর্ণাটকে ৫ বছরের শিশুকন্যার শরীরে মিলল জিকা ভাইরাস, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা

Zika Virus
Zika Virus

 

বেঙ্গালুরু, ১৩ ডিসেম্বর : করোনা সংক্রমণের হার একটু একটু করে তলানিতে পৌঁছেছে। জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে। কিন্তু তার মধ্যেই কর্ণাটককে চিন্তায় ফেলেছে জিকা ভাইরাস। কর্ণাটকে ৫ বছরের একটি শিশুকন্যার শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাসের সংক্রমণ। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, কর্ণাটকের রাইচুরের ৫ বছরের একটি শিশুকন্যার শরীরে মিলেছে জিকা ভাইরাস। সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। রাজ্যে এই প্রথম জিকা ভাইরাসের হদিস মিলেছে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রয়েছে সরকারের। এই ভাইরাসকে রুখতে প্রস্তুত রয়েছে আমাদের সরকার।

মূলত ইডিস মশার মাধ্যমে এই জিকা ভাইরাস সংক্রমিত হয়। এই ইডিস মশাই চিকুনগুনিয়া, ডেঙ্গি বা পীতজ্বরের মতো সংক্রমণের জন্যও দায়ী। তবে সব সময় যে এই ভাইরাসের সংক্রমণের জন্য এই মশার কামড়ই দায়ী, তাও নয়। গর্ভবতী মহিলার থেকে তাঁর গর্ভে থাকা সন্তান এই ভাইরাসে সংক্রমিত হতে পারে। যৌনসম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। জিকা ভাইরাসের সংক্রমণে তেমন মারাত্মক উপসর্গ কিছু হয় না। জ্বর, মাথাব্যথা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।


You might also like!