Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Game

1 hour ago

Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা

Shubman Gill, Shehnaaz Gill
Shubman Gill, Shehnaaz Gill

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুজনেই তাঁদের নিজ নিজ ক্ষেত্রে সফল এবং বিখ্যাত। একজন ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের দুই ফরম্যাটের গুরুত্বপূর্ণ সদস্য (শুভমান গিল), আর অন্যজন অভিনেত্রী হিসেবে বিগ বসের মঞ্চ থেকে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন (শেহনাজ গিল)।

তাঁদের দুজনের নামের পদবি 'গিল' এক হওয়ায় দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল—শুভমান এবং শেহনাজের মধ্যে কি কোনো পারিবারিক আত্মীয়তা রয়েছে? অবশেষে, এই চর্চা ও কৌতূহলের আবসান ঘটিয়ে অভিনেত্রী শেহনাজ গিল বিষয়টি নিয়ে মুখ খুললেন।

বলি অভিনেত্রী কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে এসে বলেন, “ও বোধহয় আমার ভাই হবে। সম্ভবত অমৃতসরের পরিবারের দিক থেকে ও আমার আত্মীয়। যখন ও জনপ্রিয়তা পায়, তখন আমারও নামডাক শুরু হয়। মনে হয়, দুজনের মধ্যে ভাই-বোনের সম্পর্ক আছে।” শেহনাজ আরও বলেন, “আমি নিজেকেও এর আগে জিজ্ঞেস করেছি। আমার ধারণা, দুজনে একই পরিবার থেকে এসেছি। কোনও যোগাযোগ তো নিশ্চয়ই আছে। ও ভালো ক্রিকেট খেলছে। আর ও খুব মিষ্টি।”

‘যোগাযোগের’ ব্যাপারটা নিয়ে অনেকেই চর্চা করছেন। গিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতেন ২০১৬ সালে, তখনই পাঞ্জাবে জনপ্রিয়তা পান শেহনাজ। দুজনের বাড়িই পাঞ্জাবে। শুভমানের জন্মস্থান ফাজিলকায়। সেখান থেকে ক্রিকেটের টানে চলে আসেন মোহালিতে। পাঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে খেলে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তারপর একের পর এক ফরম্যাটে সাফল্য পেয়েছেন। টেস্টের পর ওয়ানডে দলেও অধিনায়ক হয়েছেন।

অন্যদিকে শেহনাজের যাত্রা শুরু হয় মডেল হিসেবে। একাধিক পাঞ্জাবি সিনেমায় অভিনয়ের পর ডাক পান বিগ বসে। চণ্ডীগড় থেকে বলিউডের জার্নিতে সাফল্যের মুখ দেখেছেন। সলমন খানের সিনেমা ‘কিসি কি ভাই, কিসি কি জান’-এ অভিনয় করেছেন। শুভমানও কিন্তু অভিনয় করেছেন। তবে সেটা শুধু গলার সাহায্যে। স্পাইডার ম্যানের সিনেমার হিন্দি ডাবিংয়ে শুভমানের গলা শোনা গিয়েছিল।

You might also like!