Game

3 months ago

IPL RCB vs PBKS: শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস মুখোমুখি, হেড-টু-হেড রেকর্ড

Royal Challengers Bangalore vs Punjab Kings
Royal Challengers Bangalore vs Punjab Kings

 

কলকাতা, ১৮ এপ্রিল : শুক্রবার বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট তালিকায় দুটি দল ৩ নম্বর ও ৪ নম্বর স্থানে আছে। বেঙ্গালুরু আছে ৩ নম্বরে আর পঞ্জাব আছে ৪ নম্বরে । শুক্রবার একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করবে। টুর্নামেন্টে দুটি দলের হেড-টু-হেড রেকর্ড।

আইপিএলে আরসিবি বনাম পিবিকেএসের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড:

খেলা ম্যাচ : ৩৩টি

আরসিবি জিতেছে : ১৬টি

পিবিকেএস জিতেছে : ১৭টি

শেষ ফলাফল: আরসিবি ৬০ রানে জয়ী (মে, ২০২৪)

আইপিএলে এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম পিবিকেএসের মুখোমুখি রেকর্ড :

খেলা ম্যাচ : ১২টি

আরসিবি জিতেছে : ৭টি

পিবিকেএস জিতেছে : ৫টি

শেষ ফলাফল : আরসিবি ৪ উইকেটে জয়ী (মার্চ, ২০২৪)

আইপিএলে এম.চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির রেকর্ড :

খেলা ম্যাচ : ৯৮টি

জিতেছে : ৪৮টি

হার : ৪৯টি

টাই : ১টি

সর্বোচ্চ স্কোর - হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু -এর ২৮৭/৩ (এপ্রিল ২০২৪)

সর্বনিম্ন স্কোর - আরসিবি বনাম কেকেআর ৮২/১০ (এপ্রিল ২০০৮)


You might also like!