Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Game

1 month ago

Neeraj Chopra Classic 2025: নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫, ৫ জুলাই অনুষ্ঠিত হবে

Neeraj Chopra Classic on July 5, 2025
Neeraj Chopra Classic on July 5, 2025

 

নয়াদিল্লি, ৩ জুন : মঙ্গলবার জেএসডব্লিউ স্পোর্টস ঘোষণা করেছে যে নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫, ৫ জুলাই বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৪ মে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে এবং জাতির সঙ্গে সংহতির নিদর্শনস্বরূপ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। ভারতের প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতা হিসেবে বিবেচিত এই ইভেন্টটি নীরজ চোপড়া, জেএসডব্লিউ স্পোর্টস, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স (ডব্লিউএ) এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। এটি হবে ভারতে অনুষ্ঠিত সর্বোচ্চ স্তরের আন্তর্জাতিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছেন অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বর্তমান বিশ্ব শিরোপাধারী নীরজ। তার সঙ্গে যোগ দেবেন অভিজাত নিক্ষেপকারীরা, যার মধ্যে রয়েছে: অ্যান্ডারসন পিটার্স (গ্রেনাডা), দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন থমাস রোহলার (জার্মানি), রিও ২০১৬ অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী জুলিয়াস ইয়েগো (কেনিয়া), ভারতের কিশোর জেনা,এশিয়ান গেমসের রৌপ্যপদক বিজয়ী এবং ভারতের উদীয়মান তারকা। নীরজ চোপড়া ক্লাসিকের লক্ষ্য হল বিশ্বব্যাপী অভিজাত প্রতিভাদের তুলে ধরা এবং ভারতীয় ক্রীড়াবিদদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা।

You might also like!