Breaking News
 
Mahua Moitra: ছত্তিশগড়ে বাঙালি শ্রমিক গ্রেপ্তার! ‘সরকারি মদতে অপহরণ’ বলে অভিযোগ মহুয়ার Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র

 

Game

1 month ago

Kylian Mbappé: ইউরোপের সোনার জুতা জিতলেন এমবাপে, গড়লেন অনন্য রেকর্ড

Mbappe wins European Golden Shoe for first time
Mbappe wins European Golden Shoe for first time

 

বাসেল, ২৬ মে : ইউরোপের সোনার জুতা জিতে নিলেন এমবাপে। এমবাপে সোনার জুতা জিতেছেন লিগে ৩১ গোল করে। ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে এবার একজনের ৩৯ গোল আছে। তিনি হলেন পর্তুগাল প্রিমেরা ডিভিশনে স্পোর্টিং সিপির হয়ে ৩৩ ম্যাচে এই গোল করা ভিক্টর গিওকারেস। তবে এই লিগ উয়েফার কো-ইফিসিয়েন্ট তালিকায় শীর্ষ ৫-এ নেই। শীর্ষ ৫-এ থাকাদের জন্য ২ পয়েন্ট করে বরাদ্দ, ৬ থেকে ২২ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের লিগে প্রতিটি গোলের জন্য দেয়া হয় ১.৫ পয়েন্ট করে।

অর্থাৎ এমবাপে ৩১ গোলের জন্য পেয়েছেন ৬২ পয়েন্ট, গিওকারেস ৫৮.৫। সোনার জুতা জয়ের দৌড়ে লিভারপুলের মোহামেদ সালাহও ছিলেন, তিনি ২৯ গোল করেছেন, পেয়েছেন ৫৮ পয়েন্ট। এমবাপে প্রথম ইউরোপিয়ান যিনি সোনার জুতা জিতলেন। এতে করে অনন্য একটি রেকর্ড গড়লেন তিনি। ফরাসি তারকাই প্রথম ফুটবলার, যিনি একাধারে ইউরোপে সোনার জুতা, বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগে সোনার বুট জিতেছেন।

You might also like!