Game

3 months ago

World Squash C'ships Qualifier: ভারতের বীর, অনাহত স্কোয়াশ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এশিয়া বাছাইপর্বের ফাইনালে পৌঁছেছেন

Anahat Singh and Veer Chotrani
Anahat Singh and Veer Chotrani

 

কুয়ালালামপুর, ১৯ এপ্রিল : শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের (এশিয়া) ফাইনালে উঠেছেন ভারতের বীর ছোটরানি এবং অনাহত সিং। দ্বিতীয় বাছাই ছোটরানি ৩-১ (১১-৭, ১১-৬, ৭-১১, ১১-৪) গেমে চীনের হংকংয়ের অষ্টম বাছাই চি হিম ওংয়ের বিরুদ্ধে জয়লাভ করেন। ফাইনালে এই ভারতীয় খেলোয়াড় পাকিস্তানের শীর্ষ বাছাই মুহাম্মদ অসীম খান অথবা মালয়েশিয়ার তৃতীয় বাছাই আমিশেনরাজ চন্দ্রনের মুখোমুখি হবেন। পঞ্চম বাছাই ১৭ বছর বয়সী আনাহাত, চীনের হংকংয়ের অষ্টম বাছাই হেলেন ট্যাংকে ৩-০ (১১-২, ১১-৭, ১১-৬) গেমে হারিয়েছেন। ফাইনালে তিনি স্বদেশী আকাঙ্ক্ষা সালুনখে অথবা হংকংয়ের চীনের টোবি সে-এর মুখোমুখি হবেন। টুর্নামেন্টের বিজয়ীরা ৯ থেকে ১৭ মে শিকাগোতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করবেন।

You might also like!