Game

2 weeks ago

Copa del Rey : চতুর্থ বিভাগের দলের কাছে হেরে বিদায় জিরোনার

Copa del Rey
Copa del Rey

 

এস্তাদি মোন্তিলিভি , ৬ ডিসেম্বর : কোপা দেল রে–র দ্বিতীয় রাউন্ডে চমক জাগানো পারফরম্যান্স উপহার দিলেন পল আর্নাউ। ম্যাচের অতিরিক্ত সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন দলের মূল গোলরক্ষক এনরিক রায়ো।

কিন্তু নিয়ম অনুযায়ী সব বদলি খেলোয়াড় নামিয়ে ফেলেছেন কোচ।

উপায় না দেখে কোচ ডিফেন্ডার পল আর্নাউকে গোলপোস্টে দাঁড় করান। বাকি সময়ে তিনি দুটি এবং পরে টাইব্রেকারে একটি সেভ করে দলকে জেতালেন তিনিই!

চমক উপহার দিল লোগরোনিয়েসও। স্প্যানিশ ফুটবলের চতুর্থ বিভাগের এই দলটি কোপা দেল রে থেকে বিদায় করে দেয় গত মরসুমে লা লিগার চমক জিরোনাকে।

ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময় ম্যাচ গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জেতে লোগরোনিয়েস।

You might also like!