Game

2 months ago

Women's World Cup in '31: ২০৩১ সাল থেকে ৪৮ দলের মহিলা বিশ্বকাপের অনুমোদন দিল ফিফা

FIFA approves 48 teams for Women’s World Cup from 2031
FIFA approves 48 teams for Women’s World Cup from 2031

 

জুরিখ, ১০ মে : ৪৮ দল নিয়ে মহিলা বিশ্বকাপ আয়োজনের অনুমোদন দিল ফিফা। তবে এ নিয়ম প্রযোজ্য হবে ২০৩১ সালের বিশ্বকাপের আসর থেকে। ২০২৭ সালের ব্রাজিল বিশ্বকাপ হবে ৩২টি দল নিয়ে। শুক্রবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক ভার্চুয়াল সভায় তাদের কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। ৪৮ দলের বিশ্বকাপে ১২টি গ্রুপ থাকবে, যার ফলে মোট ম্যাচের সংখ্যা ৬৪ থেকে ১০৪ হবে - যা ২০২৬ সালের বর্ধিত পুরুষ বিশ্বকাপের মতোই । টুর্নামেন্টটির এক সপ্তাহ সময় বাড়ানো হবে। ২০২৭ সালের মহিলা বিশ্বকাপে, যা ব্রাজিলে অনুষ্ঠিত হবে, ৩২টি দল থাকবে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২৩ সালের আসরে প্রথম ৩২টি দল ছিল, আর ২০১৯ সালের ফ্রান্স আয়োজিত টুর্নামেন্টে ২৪টি দল ছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেছেন, এটি কেবল ফিফা মহিলা বিশ্বকাপে আরও ১৬টি দলের অংশগ্রহণের বিষয় নয়, বরং সামগ্রিকভাবে মহিলাদের খেলার সঙ্গে সম্পর্কিত পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়।


You might also like!