লন্ডন, ২৮ অক্টোবর : ঘরের মাঠে প্রথমার্ধে দু'বার এগিয়েও জয় পেল না আর্সেনাল। দু'বারই ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরাল লিভারপুল। এর ফলে দুই জায়ান্টের লড়াই শেষ হয়েছে অমীমাংসিতভাবে।এমিরেটস স্টেডিয়ামে রবিবার ইংলিশ প্রিমিয়ার ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট লিভারপুল এবং আর্সেনাল। বুকায়ো সাকা আর্সেনালকে এগিয়ে দেওয়ার পর সমতা লিভারপুলের ভার্জিল ফন ডাইক। এরপর মিকেল মেরিনো স্বাগতিকদের আবার ২-১ এ এগিয়ে দেন। এরপর মো: সালাহর গোলে হার এড়ায় লিভারপুল।
ম্যাচের শুরুতেই অর্থাৎ নবম মিনিটে প্রথম শটেই এগিয়ে যায় আর্সেনাল। বেন হোয়াইটের উঁচু থ্রু পাস ধরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড সাকা।১৮ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করে লুইস দিয়াস বল দেন ডাচ ডিফেন্ডার ফন ডাইককে। তিনি সমতা আনতে ভুল করেননি। ৪৩তম মিনিটে ডেকলান রাইসের ফ্রি কিক থেকে বক্সে বল পেয়ে হেড করে জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। আর্সেনাল এগিয়ে যায় ২-১ গোলে। সব গোলই হয় প্রথমার্ধে।প্রথমার্ধে ছন্দে না থাকা লিভারপুল বিরতির পর চাপ বাড়াতে থাকে। শেষ পর্যন্ত সাফল্য আসে ৮১ মিনিটে। দারউইন নুনেসের পাশ থেকে গোল করেন মোহাম্মদ সালাহনবম রাউন্ড শেষে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল।আর সবার ওপরে থাকা শিরোপাধারী ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২২।