Game

2 months ago

English Premier League:ইংলিশ প্রিমিয়ার লিগ: ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির হাইভোল্টেজ ম্যাচ অমীমাংসিত

English Premier League
English Premier League

 

ম্যানচেস্টার, ৪ নভেম্বর : রবিবার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি ওল্ড ট্র্যাফোর্ডে ১-১ গোলে শেষ হয়েছে। প্রথমার্ধে কোনও গোল হয়নি। লড়াই জমে উঠে দ্বিতীয়ার্ধে। গোলের জন্য দুই দলই মরিয়া থাকে। ম্যাচের প্রথম গোলটি আসে ৭০তম মিনিটে। ম্যানচেস্টার ইউনাইটেড গোলটি করে পেনাল্টি থেকে। স্পট কিক থেকে গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস। তবে গোলটি শোধ দিতে চেলসি সময় নেয় মাত্র চার মিনিট। অর্থাৎ ৭৪ মিনিটে ১-১ করে চেলসি। বক্সের বাইরে থেকে নিচু ভলিতে গোল করেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। শেষ দিকে ইউনাইটেড চাপ বাড়ালেও আর গোল হয়নি। ম্যাচে পাঁচ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠেছে চেলসি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বর স্থানে ইউনাইটেড।

You might also like!