Game

2 months ago

KL Rahul and Dhruv Jurel : অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি নিতে কে এল রাহুল ও ধ্রুব জুরেল অস্ট্রেলিয়া যাচ্ছেন

KL Rahul and Dhruv Jurel
KL Rahul and Dhruv Jurel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ হবে আগামী ২২ নভেম্বর পার্থে। ভারতীয় দলের দুই সদস্য কেএল রাহুল এবং ধ্রুব জুরেল অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বাকিদের চেয়ে বেশ আগেই। মূলত সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার খেলতে থাকা ভারতীয় এ দলের হয়ে ম্যাচ খেলে প্রস্তুতি নিতে তাদের আগেভাগে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে বিসিসিআই ।

রাহুল ও জুরেল অস্ট্রেলিয়ায় গিয়ে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় 'এ' দলে যোগ দেবেন। এই মুহূর্তে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে দুই মাচের টেস্ট সিরিজ খেলছে ভারত 'এ' দল। আগামী ৭ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত 'এ' দলের হয়ে খেলবেন রাহুল ও জুরেল।

বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচটি টেস্ট খেলতে ভারতীয় দলের অধিকাংশ সদস্য আগামী ১০ নভেম্বর দেশ ছাড়বে। প্রথমে তারা ওয়াকার পুরনো উইকেটে অনুশীলন করবে।

You might also like!