দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- হকি ইন্ডিয়া মহিলা এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি ২০২৪-এর জন্য ভারতীয় মহিলা হকি দল ঘোষণা করল। ১১-২০ নভেম্বর বিহারের রাজগিরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এই আসরে চিন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড–সহ মোট ছয়টি দল অংশ নেবে।
গতবারের চ্যাম্পিয়ন সালিমা তেতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন আর সহ-অধিনায়ক হিসাবে থাকবেন নবনীত কৌর। উদ্বোধনী ম্যাচে ভারত খেলবে মালয়েশিয়ার সঙ্গে, এরপর ১২ নভেম্বর কোরিয়া, ১৪ নভেম্বর থাইল্যান্ড, ১৬ নভেম্বর চিন এবংজাপানের সঙ্গে খেলবে ১৭ নভেম্বর।
মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াড :
গোলরক্ষক: সবিতা, বিচু দেবী খড়িবম
ডিফেন্ডার: উদিতা, জ্যোতি, বিষ্ণবী বিঠল ফালকে, সুশীলা চানু পুখরম্বম, ঈশিকা চৌধুরী
মিডফিল্ডার : নেহা, সালিমা তেতে (সি), শর্মিলা দেবী, মনীষা চৌহান, সুনেলিতা টপ্পো, লালরেমিসিয়ামি
ফরোয়ার্ড : নবনীত কৌর (ভিসি), প্রীতি দুবে, সঙ্গীতা কুমারী, দীপিকা, বিউটি ডংডং