Game

2 months ago

Tottenham 4 - 1 Aston Villa: মার্টিনেজের অ্যাস্টন ভিলা টটেনহ্যামের কাছে ৪ গোল খেল

Tottenham 4 - 1 Aston Villa
Tottenham 4 - 1 Aston Villa

 

লন্ডন, ৪ নভেম্বর : রবিবার রাতে টটেনহ্যামের বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-১ গোলে হেরেছে অ্যাস্টন ভিলা। টটেনহ্যামের হয়ে গোলগুলি করেছেন ডমিনিক সোলাঙ্ক (জোড়া গোল), আর দুটি গোল করেছেন ব্রেনান জনসন ও জেমস ম্যাডিসন। অ্যাস্টন ভিলার একমাত্র গোলটি মরগ্যান রজার্স। এ নিয়ে তিন ম্যাচে জয়হীন থাকল ভিলা।

আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারিয়েছিল অ্যাস্টন ভিলা। টটেনহ্যামের বিপক্ষেও হারের ধারাবাহিকতা বজায় রাখল তারা। এই হারে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে থাকলো উনাই এমিরির দল অ্যাস্টন ভিলা। আর সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এরপরেই আছে টটেনহ্যাম।

You might also like!