Festival and celebrations

1 year ago

Durga Puja 2023: মেদিনীপুরের মুখোপাধ্যায় পরিবারে মা দুর্গা পুজো পান অভয়া দুর্গা রূপে!

Goddess Durga (File Picture)
Goddess Durga (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ ২৯ সেপ্টেম্বর, আর পরের মাসে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয়া দুর্গোৎসব। আর বাঙালির প্রাণের এই পুজোয় সবসময়ই ইচ্ছে করে বেশ কিছু বাড়ির পুজোর ইতিহাস ও তার রীতিনীতি জানতে। ভিন্ন ভিন্ন বাড়ির পুজোয় আমরা দেখতে পাই ভিন্ন ভিন্ন রীতিনীতি ও মাতৃ মূর্তির বিচিত্রতা। আজ সেই রকমই এক পুজোর গল্পকে সামনে রেখে আমরা পাড়ি দেব মেদিনীপুরের মুখোপাধ্যায় বাড়ির পুজোয়। 

এই বাড়িতে দেবী মহিষাসুরমর্দিনী নন বরং দেবী অভয়া দুর্গা। দেবী মহিষ মর্দন করেন না। সন্তানসন্ততি নিয়ে দেবী সিংহের উপর অধিষ্ঠাত্রী। কথিত আছে কোনো এক বিধবার দ্বারা সূচনা ঘটেছিল এই পুজোর। তবে বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছেন পার্থপ্রতীম মুখোপাধ্যায়। শোনা যায় সূচনা লগ্ন থেকেই এই দেবী মূর্তির পুজো হয়ে আসছে। দেবীর দশ হাতের বদলে এখানে দুহাতে অবস্থান করেন। দেবীর বাহনে থাকা সিংহরাজ এখানে সাদা বর্ণের। দেবীর সঙ্গে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী অর্থাৎ তাঁর দেবী পরিবার রয়েছেন। তবে দেবীর সন্তান-সন্ততিদের সঙ্গে কোনো বাহন নেই। 

কংসাবতী থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে নিয়ে আসা হয় মাটি। সেই মাটি দিয়েই গড়ে ওঠে এ বাড়ির মাতৃ প্রতিমা। এই বাড়িতে ষষ্ঠীর দিন ঘটে দেবীর প্রবেশ। এবং নবমী নিশি ফুরিয়ে গেলে দশমীতে দেবীর বিসর্জন। 

You might also like!