Entertainment

4 months ago

Madhyamik 2024: মাধ্যমিকে কত পেল সুস্মিলি?

Susmili got how much in secondary examination?
Susmili got how much in secondary examination?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে স্ত্রী সর্বাণীর চরিত্রে দর্শকদের অন্দরমহলে অতিপরিচিত মুখ হয়ে উঠেছেন সুস্মিলি আচার্য। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর তালিকায় তিনিও ছিলেন। ব্যস্ত শিডিউলের ফাঁকেই পুরোদমে পড়াশোনা সামলে গিয়েছেন। দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা শুটিং, মাধ্যমিকের পড়াশোনা দুটোই সমানতালে চালিয়ে গিয়েছেন। কত নম্বর পেলেন মাধ্যমিকে?

সুস্মিলির বয়স মাত্র ১৬, আর ইতিমধ্যেই দশ বছরের অভিনয় কেরিয়ার। গরফা আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী তিনি। মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেয়েছেন সুস্মিলি। তবে এই স্কোরে অভিনেত্রী নিজে অখুশি হলেও তাঁর মা কিন্তু বেশ গর্বিত মেয়ের এই রেজাল্টে। সুস্মিলি আচার্যর মায়ের কথায়, “ও রোজ ১২-১৪ ঘণ্টা শুটিং করে পড়াশোনা চালিয়ে গিয়েছে, এটাও কম বড় পাওয়া নয়।” ভবিষ্যতে আর্টস (কলাবিভাগ) নিয়ে পড়ার ইচ্ছে সুস্মিলির। ইংরেজিতে স্নাতক ডিগ্রি পেতে চান বাংলা টেলিপর্দার সৌদামিনী।

সদ্য ‘রামপ্রসাদ’ মেগাধারাবাহিক শেষ হয়েছে। সেই সিরিয়ালের ফাঁকেই মাধ্যমিকের জন্য প্রস্তুতু নিয়েছিলেন সুস্মিলি। অত ঘণ্টা শুটিং করে পড়াশোনা সামলানো যে তাঁর পক্ষে খুব একটা সহজ ছিল না, তা বলাই বাহুল্য। মেকআপ রুমেও শটের ফাঁকে পড়াশোনা করতেন। ভবিষ্যতেও দুই দিক সামলে এভাবেই এগিয়ে যেতে চান।

প্রথম প্রতিশ্রুতি সিরিয়ালে সত্যবতীর চরিত্রে নজর কেড়েছিলেন সুস্মিলি আচার্য। তারপর সৌদামিনীর সংসার ধারাবাহিকে মুখ্য চরিত্রে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন খুদে অভিনেত্রী। তারপর ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে স্ত্রী সর্বাণীর ভূমিকাতেও দর্শকদের মন জয় করেছেন।

You might also like!