Entertainment

3 months ago

Entertainment: বিয়ের আগেই গর্ভবতী, বিয়েতে ছিল না কোন আড়ম্বর! জানেন কোন অভিনেত্রীর জীবনের ঘটনা?

Neha Dhupia ( Symbolic Picture)
Neha Dhupia ( Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বলিপাড়ায় বিয়ের আগেই মা হয়েছেন অনেক অভিনেত্রী, তেমনই এক অভিনেত্রীর জীবন কাহিনী নিয়ে দিন-রাত চর্চা চলে টিনসেল টাউনে। শুধু গর্ভধারনের বিষয় নয়, মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই বাড়িতে বিয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি হলেন ৪৪ বছর বয়সী অভিনেত্রী নেহা ধুপিয়া।

নেহা ধুপিয়া ১৯৮০ সালের ২৭ অগাস্ট কেরালার কোচিতে একটি সেনা পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রদীপ সিং ধুপিয়া ভারতীয় নৌবাহিনীর একজন অফিসার ছিলেন এবং তার মা মণিপিন্দর ধুপিয়া একজন গৃহবধূ।২০০২ সালের 'ফেমিনা মিস ইন্ডিয়া' প্রতিযোগিতায় সারা দেশ থেকে অনেক প্রতিযোগী অংশ নিয়েছিল। সেখানে নেহা 'ফেমিনা মিস ইন্ডিয়া' খেতাব জিতেছিলেন এবং এর সঙ্গে তিনি মিস ইউনিভার্স  ২০০২ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে তিনি সেরা ১০-এ জায়গা করে নিতে সফল হন। নেহা ধুপিয়া ২০০৩ সালে 'কেয়ামত: সিটি আন্ডার থ্রেট' চলচ্চিত্রের মাধ্যমে তাঁর চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন। তবে তাতে তিনি খুব একটা নজরে আসেননি। তারপর ২০০৪ সালের 'জুলি' ছবি থেকে প্রকৃত স্বীকৃতি পান।

নেহা একটি সাক্ষাৎকারে বিয়ের আগে গর্ভবতী হওয়ার কথা বলেছিলেন এবং এ নিয়ে তার বাবা-মায়ের প্রতিক্রিয়া কী ছিল তা-ও জানিয়েছেন। সাক্ষাৎকারে নেহা বলেছিলেন- 'কোনও প্রস্তুতি ছাড়াই আমাদের বিয়ে হয়েছে।' নেহা বলেছিলেন- 'বিয়ের আগেও আমি গর্ভবতী হয়ে গিয়েছিলাম এবং যখন আমি বিষয়টি জানতে পারি, আমি আমার বাবা-মাকে বিষয়টি জানিয়েছিলাম। এটি শোনা র পর বাবা-মা বলেন, এটা ভাল কিন্তু তোমার বিয়ে করার জন্য মাত্র ৭২ ঘণ্টা আছে। বিয়ে করার জন্য আমাকে মাত্র আড়াই দিন সময় দিয়েছে। আমার বাবা-মায়ের পরামর্শ অনুসরণ করে, আমি মুম্বই পৌঁছানোর সঙ্গে সঙ্গে অঙ্গদকে বিয়ে করি।' বিয়ের পরপরই গর্ভধারণের খবর প্রকাশ্যে আনেন তিনি। নেহা মে মাসে বিয়ে করেন এবং নভেম্বরে কন্যা মেহরের জন্ম দেন।

You might also like!