Entertainment

4 months ago

Natasha -Hardik :নাতাশা এখন অতীত, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সুন্দরীর প্রেমে মজেছেন হার্দিক! জানেন কে তিনি?

Natasha -Hardik
Natasha -Hardik

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বিগত কিছু মাস আগেই সামনে এসেছে নাতাশা স্টানকোভিচ ও হার্দিক পান্ডিয়ার মধ্যেই বিবাহ বিচ্ছেদের খবর। এর জন্য সোশ্যাল মিডিয়ায়  অনেকে নাতাশাকে দায়ি করেছিল। কিছু ঘনিষ্ঠ মহল থেকে ভেসে আসছে অন্য কথা।

শোনা যাচ্ছে, জসমিন ওয়ালিয়া-র সঙ্গে হার্দিকের ঘনিষ্ঠতার কথা। ব্রিটিশ গায়িকা এবং টেলিভিশন ব্যক্তিত্ব হলেন জসমিন ওয়ালিয়া, যিনি সঙ্গীত শিল্প এবং সোশ্যাল মিডিয়া উভয় ক্ষেত্রেই বর্তমানে আলোড়ন সৃষ্টি করছেন। জেসমিন এবং হার্দিক তাদের সোশ্যাল মিডিয়া ইন্টারঅ্যাকশনের মাধ্যমে ডেটিংয়ের গুজব উস্কে দিচ্ছেন এবং গ্রিসে এই সময় একসঙ্গে ছুটি কাটাচ্ছেন বলেও শোনা যাচ্ছে।

 কে এই  জসমিন ওয়ালিয়া?

 ইংল্যান্ডের এসেক্সে ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম জসমিন ওয়ালিয়ার। ব্রিটিশ রিয়েলিটি টিভি সিরিজ, দ্য ওনলি ওয়ে ইজ এসেক্স থেকে প্রথম স্বীকৃতিলাভ করেন। তিনি ২০১০ সালে সালে এই শোতে এক্সট্রা হিসাবে কাজ শুরু করেছিলেন কিন্তু দ্রুত জনপ্রিয়তা পান। ২০১২ সালের মধ্যে একজন পূর্ণ কাস্ট মেম্বার হিসাবে নিজের জায়গা করে নেন।

জেসমিন ২০১৪ তাঁর YouTube চ্যানেল চালু করেন, যেখানে তিনি জ্যাক নাইট, ইনটেন-টি এবং অলি গ্রিন মিউজিকের মতো শিল্পীদের সঙ্গে কোলাবরেশমে জনপ্রিয় গান তার কণ্ঠ প্রতিভা প্রদর্শন করেন। ২০১৭ সালে 'বম ডিগি' রিলিজের মাধ্যমে সংগীত জীবনে বড় সাফল্য আসে, যা তিনি জ্যাক নাইটের সঙ্গে করেছিলেন। এটির জনপ্রিয়তা আরও বেড়ে যায় যখন জ্যাক নাইট ২০১৮ সালে বলিউড ফিল্ম সোনু কে টিটু কি সুইটির জন্য এটিকে 'বম ডিগি ডিগি' হিসেবে এটিকে পুণরায় রিলিজ করেন।

তিনি ২০২২ সালের মিউজিক ভিডিয়ো 'নাইটস এন ফাইটস'-এ বিগ বস ১৩ এর ফাইনালিস্ট অসীম রিয়াজের সঙ্গেও কাজ করেছেন। তাদের অন-স্ক্রিন রসায়ন ভালোভাবে সমাদৃত হয়েছিল। ৬.৪ লাখ বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার এবং প্রায় ৫.৭ লাখ ইউটিউব সাবস্ক্রাইবার তাঁর।

You might also like!