দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা ঘটনা থেকে দূরে রাখেন না বিনোদন জগতের মানুষের। তা সে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা হোক বা নির্ভয়াকাণ্ড, সব কিছু অরাজকতাতেই প্রতিবাদের আওয়াজ তুলেছেন অভিনেতা-অভিনেত্রীরা। ব্যতিক্রম হল না আরজিকর কাণ্ডেও।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েন সাধারন মানুষ। শুধু রাস্তা নয়, বিক্ষোভের আওয়াজ এসে পৌঁছেছে সোশ্যাল মিডিয়াতেই। আমজনতার সাথে “বিচার চাই” দাবিতে গলা তুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ প্রমুখরা।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, “আমার শহর কুণ্ঠিত বড়, ক্ষমা করো তুমি মেয়ে; পুরুষ বলেই গাইছি এ গান, শুধু মার্জনা চেয়ে...”। স্বস্তিকার আর্তি, “ভাষা নেই নিন্দের। এই দোষীদের অন্তত সাজা হোক। এ বার আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে, ভুল সময়ে, ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না।” তার পরেই তাঁর প্রশ্ন, “একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?” পরিচালক অনিন্দিতা সদ্য সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চিকিৎসকেরা যদি আমাদের অসময়ের ভরসা হন,তাহলে আমরাও চিকিৎসকদের অসময়ের ভরসা।” অন্যদিকে দুশ্চিন্তা ভরা এক পোস্ট করেছেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল। তিনিও আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্র। তিনি বলেন, “আমার মেয়েও তো বড় হবে। ওর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হচ্ছে।” কিঞ্জল আরও বলেছেন, “মেয়েরা তো নিরাপদ নন-ই। এই ঘটনার পরে মনে হচ্ছে, কেউই আর শহরে নিরাপদে নেই।”