নয়াদিল্লি, ১০ জুলাই : স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। বৃহস্পতিবার সকালে দিল্লি-এনসিআর-এর বিভিন্ন অংশে বৃষ্টিপাত হয়েছে। আবার কোথাও কোথাও বৃষ্টির জল জমে গিয়েছে রাস্তায়, বিশেষ করে নীচু এলাকায়। যেমন দিল্লি এনসিআর-এ বৃষ্টির পর উত্তম নগরের বিন্দাপুরে জল জমে যায়।
বৃহস্পতিবার সকালে দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, রাষ্ট্রপতি ভবন, মিন্টো রোড এলাকায় বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) দিল্লিতে কমলা সতর্কতা জারি করেছে, রাজধানীতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত। দিল্লির পাশাপাশি রাতভর বৃষ্টি হয়েছে হরিয়ানার আম্বালা, গুরুগ্রামেও। রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে গুরুগ্রাম শহরের বেশ কয়েকটি অংশে জল জমে গিয়েছে।