Game

4 hours ago

Djokovic victory 2025:দর্শকসারিতে রজার ফেডেরার, জয় পেলেন জোকোভিচ

Djokovic wins match
Djokovic wins match

 

লন্ডন, ৮ জুলাই : দর্শক সারিতে রজার ফেডেরার থাকলেই নোভাক জোকোভিচ জিততে পারতেন না কোনও ম্যাচ। এবারও জেগেছিল সেই শঙ্কা। তবে এবার ঘুরে দাঁড়িয়ে সেই ধারা ভাঙলেন সার্বিয়ান তারকা। অ্যালেক্স ডি মিনোরকে হারিয়ে উঠলেন উইম্বলডনের কোয়ার্টার-ফাইনালে।

সেন্টার কোর্টে সোমবার শুরুটা ভীষণ বাজে হয় জোকোভিচের। আধা ঘণ্টার মধ্যে হেরে যান প্রথম সেট। সেই ধাক্কা সামলে পরপর দুই সেট জিতে নেন তিনি।

চতুর্থ সেটে জোকোভিচ আবার পিছিয়ে পড়েন ৪-১ গেমে। রয়্যাল বক্সে ছিলেন উইম্বলডনে পুরুষ এককের রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ফেডেরার। তার রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলা জোকোভিচ এরপর দুর্দান্ত পারফরম্যান্সে জয় তুলে নিলেন।

তিন ঘণ্টা ১৮ মিনিটে অস্ট্রেলিয়ান ১১তম বাছাইকে ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।

কিংবদন্তি ফেডেরারের সামনে অবশেষে জিততে পারার উচ্ছ্বাস ম্যাচ শেষে জোকোভিচের কণ্ঠে ধরা দিল, তাঁর চোখে-মুখেও ছিল সেই প্রতিফলন।

“এটাই হয়তো প্রথমবার যে, তিনি (গ্যালারিতে বসে) আমাকে খেলতে দেখছেন এবং আমি ম্যাচ জিতলাম। গত কয়েকবার (তাঁর সামনে) আমি হেরে গিয়েছিলাম, তাই অভিশাপটা কাটাতে পেরে ভালো লাগছে।”


You might also like!