Breaking News

 

Entertainment

1 hour ago

Govinda Hospitalised: আচমকাই অসুস্থ গোবিন্দা, হাসপাতালে ভর্তি অভিনেতা

Bollywood actor Govinda
Bollywood actor Govinda

 

মুম্বই, ১২ নভেম্বর : ধর্মেন্দ্র, প্রেম চোপড়ার পর এবার হাসপাতালে ভর্তি গোবিন্দা। অভিনেতার আইনজীবী বন্ধু ললিত বিন্দাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়িতে আচমকা জ্ঞান হারান গোবিন্দা। মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি ভর্তি করানো হয় মুম্বইয়ের এক হাসপাতালে। এমার্জেন্সি কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে জুহুর বাড়িতে জ্ঞান হারান গোবিন্দা। ৬১ বছর বয়সী অভিনেতাকে মুম্বইয়ের শহরতলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দার শারীরিক অবস্থা এখন কেমন আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এই মুহূর্তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি।

You might also like!